Abhimanyu Easwaran

অস্ট্রেলিয়ার মাটিতে শুরুটা ভাল হল না অভিমন্যুদের, মান বাঁচানোর চেষ্টায় মুকেশরা

এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পাঁচটি টেস্ট খেলবে। সেই দলে রয়েছেন অভিমন্যু। তা ছাড়াও নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন ভারত এ দলে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নেমেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪৬
Share:

অভিমন্যু ঈশ্বরণ। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় খেলতে নেমেছেন অভিমন্যু ঈশ্বরণেরা। ভারত এ দলের হয়ে খেলছেন তাঁরা। এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পাঁচটি টেস্ট খেলবে। সেই দলে রয়েছেন অভিমন্যু। তা ছাড়াও নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন ভারত এ দলে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নেমেছেন তাঁরা।

Advertisement

শুরুটা ভাল হয়নি অভিমন্যুদের। ১০৭ রানে শেষ প্রথম ইনিংস। ভারতের টেস্ট দলে থাকা অভিমন্যু ৩০ বলে ৭ রান করেছেন। অলরাউন্ডার নীতীশ ৬ বলে শূন্য। কোনও ব্যাটারই রান করতে পারেননি। ভারতের টেস্ট দলে সুযোগ না পাওয়া দেবদত্ত পাড়িক্কল চার নম্বরে নেমে ৭৭ বলে ৩৬ রান করেন। সেটাই দলের সর্বোচ্চ রান। শেষ দিকে নবদীপ সাইনি ৪৩ বলে ২৩ রান করে দলকে ১০০ রানের গণ্ডি পাড় করতে সাহায্য করেন। অস্ট্রেলিয়া এ দলের পেসার ব্রেন্ডান ডগেট একাই ৬ উইকেট নেন। দু’টি উইকেট জর্ডন বাকিংহামের। একটি করে উইকেট নেন ফারগাস ও’নিল এবং টড মারফি।

অস্ট্রেলিয়া এ ব্যাট করতে নেমে চার উইকেট হারায়। মুকেশ কুমার নেন দু’টি উইকেট। তিনি অস্ট্রেলিয়া সফরে ভারতের মূল দলে না থাকলেও রিজার্ভ দলে রয়েছেন। বাকি দু’টি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি ভারতের অস্ট্রেলিয়া সফরের মূল দলে রয়েছেন। রিজার্ভ দলে থাকা আরও এক জন ক্রিকেটার ভারত এ দলের হয়ে খেলছেন। তিনি নবদীপ সাইনি। প্রথম দিনে তিনি ৭ ওভার বল করে ৩০ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি।

Advertisement

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৯৯ রান তুলে নিয়েছে। মাত্র ৮ রানে পিছিয়ে রয়েছে তারা। দ্বিতীয় দিনে বড় রান তুলতে পারলে ভারতের উপর চেপে বসতে পারে অস্ট্রেলিয়া এ। মুকেশেরা চাইবেন না সেটা হোক। তাঁরা দ্রুত উইকেট তুলে চেষ্টা করবেন কম রানে অস্ট্রেলিয়া এ-কে আটকে রাখতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement