সমর্থককে বার করে দিচ্ছে র্যাফ। ছবি: পিটিআই।
ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে আচমকাই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। প্রশ্ন উঠে গেল নিরাপত্তা নিয়েও। হাইকোর্ট প্রান্ত থেকে এক দর্শক নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। খেলার তখন গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে। ফলে ক্রিকেটারদের মনঃসংযোগ কিছুটা হলেও নষ্ট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। তখন রাত প্রায় সাড়ে ৯টা। রান তাড়া করতে নেমে বেশ চাপের জায়গায় ছিল অস্ট্রেলিয়া। হাইকোর্ট প্রান্তের ৭ নম্বর গেটের ‘ডি’ ব্লক গ্যালারি থেকে ওই সমর্থক সোজা ছুটে যান পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলারের দিকে। পকেট থেকে ফোন বের করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সঙ্গে নিজস্বী তোলেন। আরও এক ক্রিকেটারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার আগেই নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসেন। র্যাফ এসে সরিয়ে নিয়ে যান ওই সমর্থককে।
মিলারের সঙ্গে নিজস্বী দর্শকের। ছবি: পিটিআই
সেমিফাইনালে অস্ট্রেলিয়া নয়, ইডেনের সমর্থন ছিল দক্ষিণ আফ্রিকার প্রতি। এই মাঠেই বর্ণবিদ্বেষ কাণ্ডের পর প্রথম ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা চাপে পড়লেও ডেভিড মিলার ইডেন দর্শকদের মন জয় করে নেন। বল করার সময়েও যথেষ্ট সময় পায় দক্ষিণ আফ্রিকা। মাঠে ছিলেন ৪৭,৩২৫ জন দর্শক। হলুদ জার্সির তুলনায় বেশি চোখে পড়েছে সবুজ জার্সিই।