রোহিত শর্মা। — ফাইল চিত্র।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করে ৩৯৭ রান তুলে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, ভারতের ফাইনালে ওঠা সময়ের অপেক্ষা। কিন্তু লড়াই যে এত দূর হবে, সেটা অনেকেই বুঝতে পারেননি। ম্যাচের শেষে তৃপ্তির হাসি ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে। জানালেন, আগের ৯টি ম্যাচে যে কাজ করেছেন সেটা বজায় রেখেই সেমিফাইনালে জয় এসেছে।
রোহিত বলেছেন, “আমরা যখন চাপে পড়েছিলাম তখন জানতাম যে আমাদের আস্তিন থেকে কিছু একটা বার করতেই হবে। যা যা দরকার সবই চেষ্টা করেছিলাম। অসাধারণ বল করল শামি। প্রথম পাঁচ-ছ’জন ব্যাটার খুবই ভাল খেলল। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগাল। আলাদা করে আমি শ্রেয়সের কথা বলব। ওকে নিয়ে আমি খুশি। সামনে থেকে সাহসী ব্যাট করেছে শুভমন। দুর্ভাগ্যবশত আজ মাঝে ওকে সাজঘরে ফিরতে হয়েছিল। কোহলিকে নিয়ে আর আলাদা করে কী বলার রয়েছে। একটা মাইলফলক ছুঁল। সব মিলিয়ে, আমি ব্যাটিং নিয়ে খুশি।”
রোহিতের সংযোজন, “বলব না যে আমাদের কোনও চাপ ছিল না। কিন্তু প্রত্যেকে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছে। প্রথম ন’টা ম্যাচে যে কাজ করেছিলাম সেটাই আজও করেছি। ভাল লাগছে দেখে যে আমাদের পরিকল্পনা কাজে লেগেছে।”
ভারতের বরাবরের গাঁট নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হারের ‘প্রথা’ ভাঙা গিয়েছে ঠিকই। কিন্তু জয় সহজে আসেনি। ম্যাচের শেষে তাই রোহিত কিছুটা সতর্কও। বললেন, “এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। তাই জানি যে আপনি কখনও আরামে বসে থাকতে পারবেন না। চাপ থাকবেই। সেটা আমরাও জানতাম। আরও আগে ম্যাচটা শেষ করে ফেলা উচিত ছিল আমাদের। সুযোগ আমাদের কাছে এসেছিল। কিন্তু সেটা আমরা তখন কাজে লাগাতে পারিনি। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের।”