শুভমন গিল। —ফাইল চিত্র।
শুভমন গিলের নাম জড়িয়ে গেল চিটফান্ড দুর্নীতিতে। গুজরাত টাইটান্সের চার ক্রিকেটারের নাম জড়িয়েছে ৪৫০ কোটি টাকার চিটফান্ড দুর্নীতিতে। চার ক্রিকেটার টাকা রেখেছিলেন ওই চিটফান্ডে। তদন্তের জন্য গুজরাতের সিআইডি সাহায্য নিতে পারে শুভমন গিল, মোহিত শর্মা, রাহুল তেওয়াটিয়া এবং সাই সুদর্শনের থেকে।
আইপিএলে শুভমনেরা খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। দলের অধিনায়ক শুভমন। তিনি এবং বাকি তিন ক্রিকেটার কোটি কোটি টাকার চিটফান্ড দুর্নীতির শিকার বলে জানা গিয়েছে। আমদাবাদের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুভমনদের ডেকে পাঠাতে পারে গুজরাত সিআইডি-র ক্রাইম ব্রাঞ্চ। পঞ্জি স্কিমের মূল মাথা ভূপেন্দ্রসিংহ জালাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সিআইডি জানতে পারে তাঁর বিজেড স্কিমে ওই ক্রিকেটারদের টাকা ফেরত দেওয়া হয়নি।
সূত্রের খবর, শুভমন প্রায় ২ কোটি টাকা চিটফান্ডে রেখেছিলেন। অন্য দিকে, মোহিত, রাহুল এবং সুদর্শন তার চেয়ে কম টাকা রেখেছিলেন। তবে এই চার ক্রিকেটারকে কবে ডাকা হবে তা এখনও জানা যায়নি।
জালার চার্টার্ড অ্যাকাউন্ট রুশিক মেহতাকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। জালার আর্থিক সব কিছু মেহতাই দেখতেন। সিআইডি-র এক আধিকারিক বলেন, “মেহতা যদি এই বিষয়ে জড়িত থাকেন, তা হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বিভিন্ন জায়গায় তল্লাশিও চলছে।”
জালার ব্যাঙ্কের একটি বই বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে ৫২ কোটি টাকার আদানপ্রদানের হিসাব পাওয়া গিয়েছে। যদিও ওই চিটফান্ডে ৪৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা। যে কারণে আরও বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।