Suresh Raina

কেন ধোনির সঙ্গে অবসর নিয়েছিলেন? খোলসা করলেন সুরেশ রায়না

কেন এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন? প্রায় চার মাস পরে গোপন কথা প্রকাশ্যে আনলেন রায়না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ২০:৫৪
Share:

—ফাইল চিত্র

গত বছরের ১৫ আগস্ট মহেন্দ্র সিংহ ধোনির পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। ‘ক্যাপ্টেন কুল’ সেদিন সন্ধে ৭:৩১ মিনিটে বিদায় বার্তা জানিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেও অবসরের কথা জানিয়ে দেন উত্তর প্রদেশের এই মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু কেন এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন? প্রায় চার মাস পরে গোপন কথা প্রকাশ্যে আনলেন তিনি।

Advertisement

রায়না বলেছেন, ‘‘আমার মনে হয়েছিল ওটাই সঠিক সময়। আমাদের বন্ধুত্ব অন্য পর্যায়ের। দেশ ও চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক ম্যাচ ও ট্রফি জিতেছি। সেইজন্য আমরা একসঙ্গে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পুরোটাই সুপরিকল্পিত ভাবনা ছিল।’’

সিএসকে-র সঙ্গে দুবাই যাওয়ার পরেও দেশে ফিরে আসেন রায়না। ফলে তাঁর আইপিএল খেলা হয়নি। তবে ইদানিং উত্তর প্রদেশ দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য গা ঘামাচ্ছেন রায়না। এরপর তাঁর লক্ষ্য একটাই, ২০২১-এর আইপিএলে নিজেকে মেলে ধরা।

Advertisement

আরও পড়ুন: কন্যা সন্তানের বাবা হলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: আই লিগের আগে বিপত্তি, মহমেডান থেকে সরে যেতে পারে ইনভেস্টর 'বাঙ্কারহিল’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement