ঐতিহাসিক: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের সেই মাহেন্দ্রক্ষণ(বাঁ দিকে)-নেথান লায়ন (ডান দিকে)।ফাইল চিত্র
করোনাভাইরাস সংক্রমণ থেকে পৃথিবী মুক্ত হতে না পারলে ভবিষ্যতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। এমনও হতে পারে বছর শেষে ভারতের যে অস্ট্রেলিয়া সফর আছে, সেখানে ফাঁকা মাঠেই খেলা হল! সে ক্ষেত্রে কি মানিয়ে নিতে পারবেন বিরাট কোহালি? নাকি দর্শকশূন্য মাঠে খেলতে মানসিক ভাবে কোনও সমস্যায় পড়বেন ভারত অধিনায়ক?
অস্ট্রেলিয়ার অফস্পিনার নেথান লায়নের কাছে এই প্রশ্নের জবাব আছে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কোহালির মতো দক্ষতাসম্পন্ন ক্রিকেটার ফাঁকা মাঠেও নিজের সেরাটা তুলে ধরতে সমস্যায় পড়বেন না। লায়ন বলছেন, ‘‘বিরাট একজন মহাতারকা। ও যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। যে কোনও পরিবেশেই খেলা হোক না কেন, বিরাটের সমস্যা হবে না।’’
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্সে লায়ন বলেছেন, ‘‘আমি আর মিচেল স্টার্ক আগের দিন আলোচনা করছিলাম যে, ভারতের সঙ্গে সিরিজটা যদি ফাঁকা মাঠে হয়, তা হলে দেখতে হবে কী ভাবে দর্শকশূন্য পরিস্থিতিতে নিজেকে তাতিয়ে তোলে বিরাট।’’ লায়ন এবং স্টার্ক এ-ও দেখতে চান, মাঠের ফাঁকা চেয়ারগুলোকে কী ভাবে তাতিয়ে তোলার চেষ্টা করেন কোহালি!
আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাক ক্রিকেটারের মৃত্যু
তাঁর মুখে শোনা গিয়েছে আরও এক ভারতীয় ব্যাটসম্যানের প্রশংসা। তিনি চেতেশ্বর পুজারা। লায়ন মনে করেন, বেশির ভাগ সময়ই বিপক্ষ দল পুজারাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে না। অস্ট্রেলীয় অফস্পিনারের মন্তব্য, ‘‘ভারতীয় দলকে নিয়ে আলোচনায় বসলে অনেক সময়ই পুজারা আড়ালে চলে যায়। প্রথমে বিরাট, রাহানেদের উপরে সবার নজর পড়ে। কিন্তু পুজারা হল একটা প্রাচীর। বা বলব, নতুন প্রাচীর।’’
এ দিকে, এই বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে প্রশ্ন থাকছে। কেউ, কেউ এমনও বলছেন, প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ হোক। কিন্তু সেই প্রস্তাবে সায় নেই অ্যালান বর্ডারের। বলেছেন, ‘‘ফাঁকা মাঠে খেলা হবে, এটা আমি কল্পনাও করতে পারছি না।’’
আরও পড়ুন: ‘পিসিবি পাশে থাকলে আরও রেকর্ড ভাঙতে পারতাম’