Dinesh Chandimal

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পর করোনা যুদ্ধে নামলেন দীনেশ চান্ডিমলও

কলম্বোর উপকন্ঠে থালানগামা গ্রাম সেবা ডিভিশনের ৬০ পরিবারকে শুকনো খাদ্যদ্রব্য দিলেন চান্ডিমল। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহায্যের ছবি পোস্ট করেছে স্থানীয় মিডিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৬:২৪
Share:

শ্রীলঙ্কায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন দীনেশ চান্ডিমল। ছবি টুইটার থেকে নেওয়া।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে ক্রীড়ামহল। নানা খেলার ক্রীড়াবিদরা করোনার বিরুদ্ধে আর্থিক সাহায্য করছেন। সেই তালিকায় এ বার এগিয়ে এলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান দীনেশ চান্ডিমলও।

Advertisement

শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। মারা গিয়েছেন দু’জন। এই আবহে কলম্বোর উপকন্ঠে থালানগামা গ্রাম সেবা ডিভিশনের ৬০ পরিবারকে শুকনো খাদ্যদ্রব্য দিলেন চান্ডিমল। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহায্যের ছবি পোস্ট করেছে স্থানীয় মিডিয়া। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় মুদ্রায় আড়াই কোটি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: করোনা আক্রান্ত বাংলাদেশে দুশো পরিবারের দায়িত্ব নিলেন মোসাদ্দেক হোসেন

Advertisement

আরও পড়ুন: ছোট করে হলেও হোক আইপিএল, চাইছে এই ফ্র্যাঞ্চাইজি​

করোনার কারণে ২১ মার্চ থেকে শ্রীলঙ্কায় বন্ধ সব ধরনের ক্রিকেট। কলম্বোয় এক প্রস্তুতি ম্যাচের দু’দিনের পর দেশে ফিরে গিয়েছিল জো রুটের ইংল্যান্ড। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বোঝা যাচ্ছে না। ক্রিকেট দুনিয়াতেও পড়েছে করোনার রেশ। আইপিএল এখনও অনিশ্চিত। প্রশ্নের মুখে এশিয়া কাপের ভবিষ্যৎ। বছরের শেষে অস্ট্রেলিয়ায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা নিয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

৩০ বছর বয়সি চান্ডিমল এখনও পর্যন্ত ৫৭ টেস্ট, ১৪৬ ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে যথাক্রমে ৩৮৭৭, ৩৫৯৯ ও ৮০০ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement