—ফাইল চিত্র
শ্রীলঙ্কা দলের তিন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কমনওয়েলথ গেমসে খেলতে গিয়ে এক জন কুস্তিগির, এক জন জুডো খেলোয়াড় এবং জুডো কোচকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। পরে দু’জনকে খুঁজে পাওয়া যায়। তাঁদের পাসপোর্ট জমা দেওয়া আছে। দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়।
ওই তিন জন নিখোঁজ হওয়ার পর শ্রীলঙ্কা দলের বাকি সদস্যদের সব নথি নিয়ে নেওয়া হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের তরফে বলা হয়েছে, “বছর ৩০-এর এক মহিলা এবং বছর ৪০-এর এক পুরুষ নিখোঁজ ছিলেন ১ অগস্ট থেকে। তাঁদের পাওয়া গিয়েছে। ৪ অগস্ট আরও এক জন নিখোঁজ হন। বছর ২০-র সেই পুরুষের খোঁজ চলছে।” শ্রীলঙ্কা দলে মোট ১৬১ জন খেলোয়াড় রয়েছেন। সেই সঙ্গে কমনওয়েলথে এসেছেন তাঁদের কোচরা। ১৮০ দিনের ভিসা দেওয়া হয়েছে তাঁদের।
শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থার জন্যই তাঁরা ফিরতে চাইছেন না বলে মনে করা হচ্ছে। জরুরি অবস্থা চলছে শ্রীলঙ্কায়। সেখানে বাজারদর আকাশছোঁয়া। জ্বালানি পাওয়া যাচ্ছে না। অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছে।
কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত তিনটি পদক পেয়েছে শ্রীলঙ্কা। ডিসকাস থ্রোতে রুপো পেয়েছেন পালিথা বান্দ্রা। ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছেন ইসুরু কুমারা এবং ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন ইউপুন আবেকুন।