Nikhat Zareen

CWG 2022: বার্মিংহামে ভারতীয়দের সোনার দৌড় অব্যাহত, বক্সিংয়ে এ বার স্বর্ণপদক নিখাতের

প্রথম থেকেই সোনা জয়ের দাবিদার ছিলেন নিখাত। হতাশ করলেন না মহিলা বক্সার। তবে টেবিল টেনিসে পুরুষদের ডাবলসে সোনা অধরা থাকল শরথ-সাথিয়ান জুটির

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৯:২৩
Share:

কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন নিখাত। ছবি: পিটিআই

কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারতকে ১৭তম সোনা দিলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫০ কেজি) সোনা জিতলেন তিনি। ফাইনালে হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে। যদিও টেবিস টেনিসের ডাবলসে সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না অচিন্ত্য শরথ কমল-সাথিয়ান জ্ঞানশেখরন জুটির

Advertisement

ইস্তানবুলে আয়োজিত গত বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন নিখাত। তার পরই তাঁকে নিয়ে আশায় বুক বাধেন ভারতীয় বক্সিং সংস্থার কর্তারা। কমনওয়েলথ গেমসে তাঁর সোনা জয় সেই অর্থে প্রত্যাশিতই ছিল। হতাশ করেননি নিখাত। প্রথম রাউন্ড থেকেই দাপটের সঙ্গে খেলে উড়িয়ে দিয়েছেন একের পর এক প্রতিপক্ষকে। ফাইনালেও ব্যতিক্রম হল না। নর্দান আয়ারল্যান্ডের প্রতিযোগীকে একের পর এক শক্তিশালী ঘুসিতে ঘায়েল করে দেন। ফাইনালের পাঁচ বিচারকই ভারতীয় মহিলা বক্সারের পক্ষে রায় দিয়েছেন।

রবিবার নিখাতের হাত ধরে এল বক্সিংয়ে ভারতে তৃতীয় সোনা। বার্মিংহাম গেমস থেকে নিখাত ১৭তম সোনা দিলেন দেশকে। ভারতীয় মহিলা বক্সিংয়ের ভবিষ্যতের তারকা বলা হচ্ছে নিখাতকে।

Advertisement

ফাইনালে উঠলেও সোনা অধরা থাকল টেবিল টেনিসে পুরুষদের ডাবলসে। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল শরথ-সাথিয়ান জুটিকে। ফাইনালে তাঁরা দুরন্ত লড়াই করেও ২-৩ গেমে হেরে গেলেন ইংল্যান্ডের পল ড্রিঙ্কহল-লিয়াম পিচফোর্ড জুটির কাছে। ইংল্যান্ডের জুটির পক্ষে ফাইনালের ফল ৮-১১, ১১-৮, ১১-৩, ৭-১১, ১১-৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement