News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ। ওএমআর শিটকাণ্ডে ধৃত পার্থ-কৌশিকের হাজিরা আদালতে। ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। দুর্গাপুজোর পঞ্চমীতে কলকাতার পথঘাট ও আবহাওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ০৬:২৪
Share:

বিশ্বকাপে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে নামছে ভারত। —ফাইল চিত্র।

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ

Advertisement

বিশ্বকাপে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে নামছে ভারত। প্রথম তিন ম্যাচ জিতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা আত্মবিশ্বাসের তুঙ্গে। আজ সামনে শাকিব আল হাসানের বাংলাদেশ। পুণেতে ম্যাচ শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

ওএমআর শিটকাণ্ডে ধৃত পার্থ-কৌশিকের হাজিরা আদালতে

Advertisement

ওএমআর শিটকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত পার্থ সেন ও কৌশিক মাজিকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে। পার্থ ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা ‘এস বসু রায় অ্যান্ড কোং’-এর কর্তা। যদিও তাঁর আইনজীবীর দাবি, ওই সংস্থাটি এখন নিষ্ক্রিয়। আর কৌশিক ছিলেন ওই সংস্থার প্রোগ্রামিং অফিসার। বৃহস্পতিবার দু’জনকে আদালতে হাজির করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি কী বলে সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেনবাথ।

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

উত্তর গাজ়ায় একটি হাসপাতালে বিস্ফোরণে প্রায় ৫০০ জনের মৃত্যুর পর ইজরায়েল-হামাস যুদ্ধ এখন এই বিতর্কে কেন্দ্রীভূত। এই ঘটনার নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। মোদীর মতোই সারা বিশ্বের মানুষ এই ঘটনায় স্তম্ভিত। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরে গিয়ে দাবি করেছেন এই কাজ ইজরায়েলের নয়। তেল আভিভ যদিও এই হামলার জন্য ‘সন্ত্রাসবাদী’ সংগঠন তথা হামাস সহযোগী প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজি)কে দায়ী করেছে। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে।

দুর্গাপুজোর পঞ্চমীতে কলকাতার পথঘাট ও আবহাওয়া

কলকাতা মেট্রো বুধবার পরিসংখ্যান দিয়ে জানিয়েছিল, তৃতীয়াতেই গত বারের ষষ্ঠীকে ছাপিয়ে গিয়েছে কলকাতার ভিড়। আজ পঞ্চমী। ফলে বৃহস্পতিবার আরও ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। শহরের রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে সে দিকে নজর থাকবে। সেই সঙ্গে নজর থাকবে আবহাওয়ার খবরে। ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, নবমী, দশমীতে বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement