News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৩

বিশ্বকাপে ইংল্যান্ড-আফগানিস্তান। ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ০৬:৫০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বিশ্বকাপে ইংল্যান্ড-আফগানিস্তান

Advertisement

আজ বিশ্বকাপ ক্রিকেটে একটিই ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের তৃতীয় ম্যাচে নামছে। জস বাটলারের দলের সামনে আফগানিস্তান। দিল্লিতে এই ম্যাচ দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

Advertisement

গাজ়ায় ঘর ছাড়লেন চার লক্ষ প্যালেস্তিনীয়। ইজ়রায়েল-হামাস সংঘর্ষের অষ্টম দিনে মোট ৩,২০০ জন নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে ওসিএইচএ-র তরফে। নিহতদের মধ্যে ১,৯০০ জনেরও বেশি সাধারণ প্যালেস্তিনীয় নাগরিক। ১,৩০০ কাছাকাছি ইজ়রায়েলের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা

পিতৃপক্ষ থাকতেই পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহালয়ার দিনও একগুচ্ছ পুজোর উদ্বোধন করেছেন তিনি। রবিবার প্রতিপদেও কলকাতার মোট ১৭টি পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। পায়ে চোট ও সংক্রমণের জন্য এ বার কালীঘাটের বাড়িতে বসেই তিনি ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। আজ বেহালা ও আলিপুর এলাকার পুজোগুলির উদ্বোধন করবেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement