চিন্ময় চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার
৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর তিনটে নাগাদ নিজের বাসভবনে প্রয়াত হন চিন্ময়।
শোকবার্তায় মমতা লেখেন, ‘বিশিষ্ট ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ রহড়ার বাড়িতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। চিন্ময়বাবু দীর্ঘদিন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ক্লাব ছাড়াও জাতীয় দলে রাইট ব্যাক ও স্টপার হিসাবে খেলেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে 'বাংলার গৌরব' সম্মানে ভূষিত করেছে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি চিন্ময় চট্টোপাধ্যায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও চিন্ময়কে তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানো হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে নিজস্ব চিত্র