রহাণের লড়াকু ব্যাটিংয়ের পর ভর করে এখনও ম্যাচে রয়েছে ভারত। ছবি - টুইটার
দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারালেও শেষ বেলায় চার উইকেট হারাল ভারত। ফলে চতুর্থ দিনের শেষে ভারত ৬ উইকেটে ১৮১ রান তুলেছে। চতুর্থ উইকেটে রহাণে ও পূজারা ১০৩ রান যোগ করার জন্যই ভারত এই তুলতে সক্ষম হল। একই সঙ্গে ১৫৪ রানে এগিয়ে রয়েছে বিরাট কোহলীর দল।
রবীন্দ্র জাডেজা আউট। ১৭৫ রানে ৬ উইকেট হারাল ভারত।
অবশেষে রহাণের উইকেট পেলেন মইন আলি। ৬১ রানে অউট হলে ভারতের সহ-অধিনায়ক। ১৬৭ রানে ৫ উইকেট হারাল ভারত।
চতুর্থ উইকেটে ১০৩ রানের লড়াকু জুটি ভাঙলেন মার্ক উড। ১৫৫ রানে ৪ উইকেট হারাল ভারত। টিম ইন্ডিয়া ১২৮ রানে এগিয়ে রয়েছে।
শেষ বেলায় লিড বাড়াতে মরিয়া লড়ছেন রহাণে (৫৮) ও পূজারা (৪১)।
অর্ধ শতরান করে পূজারাকে সঙ্গে নিয়ে লড়ছেন রহাণে।
৬১তম ওভারের পঞ্চম বলে রহাণের বিরুদ্ধে অ্যান্ডারসন কট বিহাইন্ডের আবেদন করলে আম্পায়ার সেই আবেদন মানেননি। এরপর জো রুট রিভিউ নেন। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় এক চুলের দুরত্বে বল ব্যাটের পাশ থেকে বেরিয়ে গিয়েছে। ফলে বাঁচলেন রহাণে। ফের রিভিউ হারাল ইংল্যান্ড।
শেষ বেলায় উইকেটের খোঁজে মরিয়া জো রুটের ইংল্যান্ড। পূজারা ও রহাণের লক্ষ্য লিড বাড়িয়ে নেওয়া।
প্রথম সেশনের ধাক্কা কাটিয়ে চা পানের বিরতিতে যাওয়ার আগে কিছুটা হলেও লড়লেন চেতেশ্বর পুজারা (২৯) ও অজিঙ্ক রহাণে (২৪)। চতুর্থ উইকেটে এই দুজন ৫০ রান যোগ করলেন। ফলে মাত্র ৭৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
প্রথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ৫১ ওভারে ৩ উইকেটে ১০৩ রান তুললো ভারত। ৭৬ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
৪৬ ওভারে ৩ উইকেটে ভারত ৮৬ রান তুলেছে। রহাণে ১৭ ও পূজারা ১৭ রানে ক্রিজে রয়েছেন। মাত্র ৫৯ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
৩২ ওভারের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে। ক্রিজে রয়েছেন রহাণে ও পূজারা।
১৮ রানে ১ উইকেট থেকে ৫৫ রানে ৩। লাঞ্চের আগে ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত। মার্ক উড ১৬ রানে ২, স্যাম কারেন ৬ রানে ১ উইকেট নিলেন। ভারত মাত্র ২৯ রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের জোরে বোলারদের দাপটে লর্ডস টেস্টে পিছিয়ে পড়ল ভারত।
চলতি সিরিজে বিরাটের ব্যর্থতা চলছেই। এ বার স্যাম কারেনের বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে বাটলারের হাতে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। ব্যাক্তিগত ২০ রানে ফিরলেন কোহলী। ৫৫ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
২৩ ওভারের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে। লিড মাত্র ২৮ রানের। কোহলী ২০ ও পূজারা ৩ রানে ক্রিজে রয়েছেন।
৩৫ বল খেলে রানের খাতা খুললেন চেতেশ্বর পূজারা। গ্যালারি জুড়ে হাসির রোল। ২০ ওভারের শেষে ভারত ৪৪ রানে ২।
কেএল রাহুলের পর রোহিতকেও ফেরালেন মার্ক উড। তাঁর শর্ট বলকে হুক মারলে ডিপ ফাইন লেগে ক্যাচ ধরেন মইন আলি। ২৭ রানে ২ উইকেট হারাল ভারত।