—ছবি সংগৃহীত
ভারতের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন চেতন শর্মা। বাকি দুই নতুন সদস্য আবে কুরুভিল্লা এবং দেবাশিস মোহান্তি। বৃহস্পতিবার এই তিন প্রাক্তন পেসারকে বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)। গত মার্চেই সুনীশ যোশী এবং হরবিন্দার সিংহকে নির্বাচক কমিটিতে নিযুক্ত করা হয়েছিল।
নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে প্রবলভাবে এগিয়েছিলেন অজিত আগরকর। কিন্তু শিকে ছেঁড়েনি। ভারতের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন। এর মধ্যে ১৯৮৭ বিশ্বকাপে তাঁর হ্যাটট্রিক ভারতীয় ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। হরিয়ানায় হয়ে মাত্র ১৬ বছর বয়সে তাঁর ক্রিকেটজীবন শুরু হয়। টেস্ট অভিষেক ১৮ বছর বয়সে। বোর্ডের সংবিধান অনুযায়ী বাকিদের থেকে বেশি টেস্ট খেলার কারণেই চেয়ারম্যান করা হল চেতনকে।
এক বছর ধরে এই কমিটির কার্যকলাপ পর্যবেক্ষণ করার পরে বিসিসিআই-কে রিপোর্ট দেবে সিএসি। মোট ১১ জন প্রাক্তন ক্রিকেটারদের ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ল়ড়াইয়ে অজিত আগরকর এবং নয়ন মোঙ্গিয়াকে টেক্কা দিলেন কুরুভিল্লা।
আরও পড়ুন: মুস্তাক আলি ট্রফির প্র্যাকটিসে বাংলা দল
আরও পড়ুন: মহামেডানের হয়ে খেলতে কলকাতায় বাংলাদেশ অধিনায়ক
পূর্বাঞ্চলের দৌড়ে বাংলার রণদেব বসু এবং রাজ্য তথা জাতীয় দলের সতীর্থ শিব সুন্দর দাসকে হারিয়েছেন মোহান্তি। উত্তরাঞ্চল থেকে চেতনকে লড়তে হয়েছে মনিন্দার সিং, বিজয় দাহিয়া, অজয় রাত্রা এবং নিখিল চোপড়ার বিরুদ্ধে। পাঁচ সদস্যের এই দল এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল বেছে নেবে।