কার্লসেনকে রুখে দিলেন পি হরিকৃষ্ণ। ছবি পিটিআই
ম্যাগনাস কার্লসেনকে রুখে দিলেন পি হরিকৃষ্ণ। চ্যাম্পিয়ন চেস ট্যুরের চতুর্থ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার হরিকৃষ্ণ।
২৪ চালের পর খেলা ড্র হয়ে যায়। শনিবার প্রথম দিন দুজনেই তাঁদের প্রথম চারটি ম্যাচ ড্র করেন। পঞ্চম রাউন্ডে হরিকৃষ্ণকে খেলতে হবে আলেকজান্ডার গ্রিসচুক, হিকারু নাকামুরা, ইয়ান নেপোমনিয়াতচি, লেভ অ্যারনিয়ান, ওয়েসলি সো, তিমোর রাদিয়াবভের সঙ্গে।
চার রাউন্ডের পর শীর্ষে আছেন নাকামুরা, অ্যারনিয়ান, দুবভ, রাদিয়াবভ। চারজনেরই পয়েন্ট ২.৫।
আরও খবর: মেসির ছুটি বাড়িয়ে দিল বার্সেলোনা
আরও খবর: আত্মবিশ্বাসী হলেও চেন্নাইয়িন নিয়ে সতর্ক এটিকে মোহনবাগান
মোট ১২ জনকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। প্রথম আটজন কোয়ার্টার ফাইালে উঠবেন। ৩ জানুয়ারি প্রতিযোগিতা শেষ হবে। প্রাথমিক পর্বে মোট ১১টি রাউন্ড। প্রত্যেকে পরস্পরের সঙ্গে একবার করে খেলবে। খেলা হচ্ছে র্যাপিড পদ্ধতিতে।