Champions League

Champions League Grouping: সেপ্টেম্বরেই মেসি-রোনাল্ডো লড়াই? চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে পারেন দুই তারকা

চমক রয়েছে গ্রুপ ই-তে। আরও একবার বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ এক গ্রুপে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ০০:৪৫
Share:

ফাইল চিত্র।

আরও একবার লিয়োনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লড়াই দেখা যেতে পারে। রোনাল্ডো যদি ম্যাঞ্চেস্টার সিটিতে যান, তাহলেই সেপ্টেম্বরে এই দ্বৈরথ দেখা যাবে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে পড়েছে মেসির প্যারিস সঁ জঁ ও ম্যাঞ্চেস্টার সিটি।

গ্রুপ এ-তে পিএসজি, সিটি ছাড়াও রয়েছে আরবি লিপজিগ, ক্লাব ব্রাজেস। মোট আটটি গ্রুপে ৩২টি দলকে রাখা হয়েছে।

Advertisement

চমক রয়েছে গ্রুপ ই-তে। আরও একবার বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ এক গ্রুপে রয়েছে। ২০১৯-২০ মরসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে আট গোল খেয়ে উড়ে গিয়েছিল বার্সা।

গ্রুপ পর্বের খেলাগুলি হবে ১৪/১৫ সেপ্টেম্বর, ২৮/২৯ সেপ্টেম্বর, ১৯/২০ অক্টোবর, ২/৩ নভেম্বর, ২৩/২৪ নভেম্বর এবং ৭/৮ ডিসেম্বর।

Advertisement

পুরো গ্রুপ—

গ্রুপ এ: ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সঁ জঁ, আরবি লিপজিগ, ক্লাব ব্রাজেস

গ্রুপ বি: অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

গ্রুপ সি: স্পোর্টিং লিসবন, বরুয়িয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

গ্রুপ ডি: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, শাখতার দোনেস্ক, শেরিফ তিরাসপোল

গ্রুপ ই: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ

গ্রুপ এফ: ভিয়ারিয়াল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আটলান্টা, ইয়ং বয়েজ

গ্রুপ জি: লিলে, সেভিয়া, সালসবার্গ, উলভসবার্গ

গ্রুপ এইচ: চেলসি, জুভেন্টাস, জেনিথ, মালমো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement