জেরেভকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে আলকারাজ়। ছবি: রয়টার্স
স্ট্রেট সেটে জিতে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ়। কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার জেরেভকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। সেমিফাইনালে শীর্ষ বাছাই আলকারাজ়ের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ। পুরুষদের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ় ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন মহিলাদের উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রুসোভা। ম্যাডিসন কিসের কাছে স্ট্রেট সেটে হেরেছেন তিনি।
টেনিসের ক্রমতালিকায় মাত্র দুইয়ের তফাত থাকলেও আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেরেভকে দাঁড়াতে দেননি আলকারাজ়। শুরু থেকেই ছন্দে খেলেন তিনি। আলকারাজ়ের গতিতে সমস্যায় পড়েন জেরেভ। প্রথম সেটেই জার্মান খেলোয়াড় জেরেভের সার্ভিস ভাঙেন আলকারাজ়। পিছিয়ে পড়ে আর ফিরতে পারেননি তিনি। ৬-৩ গেমে প্রথম সেট জিতে যান আলকারাজ়।
দ্বিতীয় সেটে আরও দাপট দেখান আলকারাজ়। জেরেভের ডবল ফল্টের সুযোগ নিয়ে তাঁর সার্ভিস দু’বার ভাঙেন স্পেনের খেলোয়াড়। র্যালি চলতে চলতে হঠাৎ করেই আলকারাজ়ের জোরালো রিটার্ন ফেরাতে পারছিলেন না জেরেভ। তবে সুযোগ তিনিও পেয়েছিলেন। পাঁচ বার আলকারাজ়ের সার্ভিস ভাঙার সুযোগ পেলেও এক বারও কাজে লাগাতে পারেননি। অন্য দিকে জেরেভের সার্ভিস ভাঙার চারটি সুযোগের সব ক’টি কাজে লাগিয়ে বাজিমাত করে যান আলকারাজ়। দ্বিতীয় সেট ৬-২ গেমে জিতে যান তিনি।
তৃতীয় সেটে কিছুটা লড়াই করেন জেরেভ। একটা সময়ে সমান সমান খেলা চলছিল। দেখে মনে হচ্ছিল তৃতীয় সেটের ফয়সালা হবে টাইব্রেকারে। কিন্তু চ্যাম্পিয়নেরা হয়তো এ ভাবেই তৈরি হয়। একটি সুযোগ কাজে লাগিয়ে জেরেভের সার্ভিস ভাঙেন আলকারাজ়। তার পরে তাঁর জয় ছিল সময়ের অপেক্ষা। ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে সেমিফাইনালে ওঠেন তিনি। মেদভেদেভ কঠিন প্রতিপক্ষ হলেও আলকারাজ় যে ছন্দে রয়েছেন তাতে সেমিফাইনালে তাঁকে থামানো কঠিন হবে রাশিয়ার খেলোয়াড়ের।
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ক্রমতালিকায় পিছিয়ে থাকা কিসের (১৭) কাছে হারলেন ভন্দ্রুসোভা (৯)। কয়েক মাস আগে উইম্বলডনে স্বপ্নের ছন্দে ছিলেন তিনি। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে ভাল খেলতে পারলেন না তিনি। ভন্দ্রুসোভার হারের প্রধান কারণ তাঁর প্রথম সার্ভিস। বার বার ভুল করেন। সেই ভুল কাজে লাগান কিস।
প্রথম সেটে খেলতেই পারেননি চেক প্রজাতন্ত্রের ভন্দ্রুসোভা। দু’বার তাঁর সার্ভিস ভাঙেন কিস। গোটা সেটে মাত্র একটি গেম জেতেন তিনি। ১-৬ গেমে প্রথম সেট হারেনি ভন্দ্রুসোভা। পরের সেটে অবশ্য লড়াই করেছিলেন। কিন্তু বার বার ডবল ফল্ট করছিলেন। গোটা ম্যাচে পাঁচটি ডবল ফল্ট করেন তিনি। কিসের সার্ভিস ভাঙার ন’টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। কিস কিন্তু তিনটি সুযোগ পেয়ে তিনটিই কাজে লাগান। দ্বিতীয় সেটেও এক বার ভন্দ্রুসোভার সার্ভিস ভাঙেন তিনি। শেষ পর্যন্ত ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে সেমিফাইনালে পৌঁছে যান কিস। শেষ চারে দ্বিতীয় বাছাই এরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে খেলতে হবে তাঁকে।