কার্লোস আলকারাজ়। ছবি: এক্স (টুইটার)।
ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ়। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। পুরুষদের টেনিসে বিশ্বের অন্যতম সেরা দুই তরুণের লড়াই চলল ৪ ঘণ্টা ০৯ মিনিট। শেষ পর্যন্ত ২-৬, ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন আলকারাজ়।
প্রত্যাশা মতোই সিনারের সঙ্গে আলকারাজ়ের লড়াই হল সমানে সমানে। কখনও ইটালীয় খেলোয়াড় দাপট দেখালেন, আবার কখনও স্পেনের তরুণ। খেলার ফল থেকেই পরিষ্কার প্রতিপক্ষকে সহজে ছেড়ে দেননি কেউই। তবে প্রথম সার্ভিস নিয়ে সমস্যায় পড়লেন দু’জনেই। ফিলিপ সাঁতিয়ের কোর্টে পাল্লা দিয়ে ডাবল ফল্টও করলেন সিনার এবং আলকারাজ়। গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস সেমিফাইনালের মতো ম্যাচে ১৫টি ডাবল ফল্ট কিছুটা দৃষ্টিকটূই দেখাল।
সেমিফাইনালে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন সিনার। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ৬-২ ব্যবধানে জিতে নেন প্রথম সেট। তৃতীয় বাছাই আলকারাজ়কে কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল সে সময়। দু’বার আলকারাজ়ের সার্ভিস ভাঙেন সিনার। প্রথম সেটের পর মনে হচ্ছিল সঠিক খেলোয়াড়ই ফরাসি ওপেনের পর ক্রমতালিকায় শীর্ষে উঠে আসবেন।
কিন্তু রাফায়েল নাদালের শিষ্যও যে ছেড়ে দেওয়ার পাত্র নন। দ্বিতীয় সেটে খেলায় ফিরলেন। শুধু তাই নয়, সিনারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আলকারাজ়ের দাপুটে কিছুটা রক্ষণাত্মক হয়ে যান সিনার। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬-৩ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান আলকারাজ়। পুরুষদের প্রথম সেমিফাইনাল আবার রঙ বদলালো তৃতীয় সেটে। আবার চেনা মেজাজে সিনার। আলকারাজ় আবার অনেকটা প্রথম সেটের মতো। প্রতিপক্ষের একটি সার্ভিস গেম জিতে সিনার সেট জিতলেন ৬-৩ ব্যবধানে। ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা আলকারাজ়কে আবার মরিয়া দেখাল চতুর্থ সেটে। সিনারও সমানে সমানে লড়াই করলেন। দুই খেলোয়াড়ের শক্তিশালী ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের দ্বন্দ্বে জমে উঠল লড়াই। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে চতুর্থ সেট জিতে সমতা ফেরান ১৪ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালের শিষ্য।
২-২ অবস্থায় শুরু হয় পঞ্চম সেট। আগের সেটের আগ্রাসন বজায় রেখে সিনারের প্রথম সার্ভিস গেম ভেঙে মানসিক ভাবে সুবিধাজনক জায়গায় চলে যান আলকারাজ়। তার পর আর সিনারকে কার্যত দাঁড়াতে দিলেন না। ইটালীয় তরুণ মরিয়া লড়াই করলেও আলকারাজ়কে বাগে আনতে পারলেন না। আলকারাজ় ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর তেমন কিছু করার ছিল না সিনারের। শেষ পর্যন্ত তৃতীয় বাছাই ৬-৩ ব্যবধানে জিতে নিলেন নির্ণায়ক পঞ্চম সেট।