ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।
ব্যাট হাতে ৪১ বলে মারমুখী ৫৪ রান। ৪ ওভার হাত ঘুরিয়ে ১০ রানে ৫টি উইকেট। অধিনায়ক শাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই প্রথম বার বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ জিতে নিল তপন মেমোরিয়াল।
বুধবার ইডেনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মোহনবাগান। শুরুটা ভাল হয়নি তপন মেমোরিয়ালের। স্কোর বোর্ডে ৪০ রান ওঠার সঙ্গে সঙ্গেই চলে যায় ৪টি উইকেট। এর পরেই শাহবাজ ও কাইফ আহমেদ জুটিতে ৭৮ রান তোলেন। শাহবাজের ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। কাইফ ৩৯ রানে অপরাজিত থেকে যান। তপন মেমোরিয়াল ৬ উইকেটের বিনিময়ে ২০ ওভারে করে ১৪৫ রান। মোহনবাগান বোলারদের মধ্যে আকাশদীপ (২-১৫), রাজকুমার পাল (২-২৬) সফল। তাঁদের দাপটেই শুরুতে উইকেট হারায় তপন মেমোরিয়াল।
জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান থেমে যায় ১১২ রানে। তপন মেমোরিয়ালের বোলারদের মধ্যে রমেশ প্রসাদ ২টি উইকেট নেন। বল হাতে মোহনবাগানের ব্যাটিং মেরুদণ্ড ভাঙার নায়ক শাহবাজ। ম্যাচের সেরা শাহবাজ বলেন, ‘‘আমরা ভাল শুরু করিনি। কাইফের সঙ্গে আমার জুটিটা ভাল হয়। ঠিকঠাক জায়গায় বল ফেলতে পারলে ম্যাচ যে আমরা জিতব, সেই ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’’ বাগান ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার সর্বোচ্চ ৪৬ রান করেন। কিন্তু দিনটা যে ছিল শাহবাজের।