সেমিফাইনালে কাজ করছেন তৃতীয় আম্পায়ার সিএবি
বাংলার ক্লাব ক্রিকেটে এবার তৃতীয় আম্পায়ার নিয়ে আসা হল। এর আগে সিএবি পরিচালিত ঘরোয়া ক্রিকেটে তৃতীয় আম্পায়ার থাকতেন না। সোমবার জে সি মুখোপাধ্যায় ট্রফির দুই সেমিফাইনালেই ছিলেন তৃতীয় আম্পায়ার। ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অন্য দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে নামে তপন মেমোরিয়াল।
দুটি ম্যাচেই একাধিক ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠে থাকা আম্পায়াররা। ভবানীপুরের সঙ্গে তপন মেমোরিয়ালের ম্যাচে তপন মেমোরিয়ালের অভিষেক বর্মণ রান আউট হন। সেই সময় তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানতে চান মাঠে থাকা আম্পায়াররা।
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচেও ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব নন্দী রান আউট হন। এই রান আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার। জেসল কড়িয়া ব্যাট করার সময় স্টাম্পিংয়ের জোরালো আবেদন ওঠে। বোলার ছিলেন সোহম ঘোষ। তবে সেই আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার।