Diego Maradona

আর্জেন্টিনার নাগরিক হলেন মারাদোনার ইতালিয়ান পুত্র দিয়েগো জুনিয়র

নাগরিকত্ব নেওয়ার পর দিয়েগো বলেন, ‘‘আমি নেপলসেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি। নিজেকে নেপলসের বাসিন্দা বললেও আমার সবসময়ই মনে হয়েছে আমি ইতালিয়ানদের থেকে আলাদা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৯:২৩
Share:

দিয়েগো আর্মান্দো মারাদোনা ফাইল চিত্র

অবশেষে আর্জেন্টিনার নাগরিকত্ব পেয়ে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনার ইতালিয়ান পুত্র দিয়েগো জুনিয়র। তিনিও প্রাক্তন ফুটবলার। ইতালির বিভিন্ন ছোট ক্লাবে ফুটবল খেলেছেন ৩৪ বছর বয়সী দিয়েগো।

Advertisement

নাগরিকত্ব নেওয়ার পর দিয়েগো বলেন, ‘‘আমি নেপলসেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি। নিজেকে নেপলসের বাসিন্দা বললেও আমার সবসময়ই মনে হয়েছে আমি ইতালিয়ানদের থেকে আলাদা। আমার মনে হয় আমার অর্ধেকটা আর্জেন্টাইন। আমার বাবার জন্যই আমি আর্জেন্টিনাকে ভালবাসি। সে দেশের মানুষদের ভালবাসি।’’

নাপোলির হয়ে খেলার সময় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মারাদোনা। তখনই জন্ম হয় দিয়েগো জুনিয়রের। তবে শুরুতে দিয়েগোকে স্বীকার করতে চাননি ফুটবলের রাজপুত্র। পরে আদালতের নির্দেশে মেনে নিতে বাধ্য হন।

Advertisement

এত কিছুর পরও বাবার প্রতি সম্মান, ভালবাসা এতটুকুও কমেনি দিয়েগোর। বরং সাংবাদিকদের অভিযুক্ত করে তিনি বলেন, ‘‘আমার বাবা শুধু ফুটবলার হিসেবে গোটা বিশ্বকে আনন্দ দিয়েছেন তাই নয়, তাঁর উপস্থিতিও মানুষকে আনন্দ দিত। মানুষকে বাকরুদ্ধ করে রাখত। তবে কিছু সাংবাদিক আমার বাবাকে কলুষিত করার চেষ্টা করে গিয়েছেন। তবে তিনি একেবারেই সেই রকম ছিলেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement