চর্চায়: নেমারের প্রস্তুতিতে কোনও ব্যাঘাত চায় না দল। ফাইল চিত্র
ধর্ষণে অভিযুক্ত নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন দিকে মোড় নিতে শুরু করল। ব্রাজিলীয় মহাতারকার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছিলেন, সেই মহিলার পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন তাঁর আইনজীবীরা। সরে দাঁড়ানোর কারণ হিসাবে ব্রাজিলের এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, মামলা করার আগে অভিযোগকারী মহি্লা যা বলেছিলেন তার সঙ্গে পুলিশের কাছে দেওয়া বয়ানের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। ফলে মামলা থেকে সরে দাঁড়াতে চান তাঁরা।
রিও দে জেনেইরো এবং সাও পাওলো পুলিশের পক্ষ থেকে আলাদা ভাবে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। প্যারিসের হোটেলে ডেকে নিয়ে গিয়ে নেমার এক ব্রাজিলীয় মহিলাকে ধর্ষণ এবং হেনস্থা করেছেন বলে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে। এর পরে নেমার একটি সাত মিনিটের ভিডিও পোস্ট করেছিলেন পুরো বিষয়টি নিয়ে। তাতে প্যারিস সাঁ জারমাঁর স্ট্রাইকার দেখিয়েছিলেন, তাঁর সঙ্গে ওই মহিলার হোটেলের ঘরে স্বাভাবিক সম্পর্ক নিয়ে কোনও সমস্যা ছিল না। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পরে কথোপকথনের হোয়াটসঅ্যাপও প্রকাশ করেছিলেন নেমার। জানা গিয়েছে, ওই ভিডিওটি নিয়েই রিও দে জেনেইরোর সাইবার ক্রাইম শাখা তদন্ত করবে।
বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেমারের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা ইতিমধ্যেই জানিয়েছে পুলিশ। রিও দে জেনেইরো পুলিশের সাইবার ক্রাইম শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, নেমারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। কবে কথাবার্তা বলা হবে তা জানানো না হলেও কোপা আমেরিকার শিবিরে পুলিশের দু’জন প্রতিনিধি এসেছিলেন মঙ্গলবার। তাঁরা অবশ্য মুখ খুলতে চাননি।
কোপা আমেরিকায় খেলতে নামার আগে বুধবার এবং রবিবার দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচে নেমারদের প্রতিপক্ষ যথাক্রমে কাতার এবং হন্ডুরাস। সেই ম্যাচ এবং কোপা আমেরিকার প্রস্তুতিতে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য এখনই তাঁকে জিজ্ঞাসাবাদ না করতে অনুরোধ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ফেডারেশনের মুখপত্র ভিনিসিয়াস রদরিগেজ বলেছেন, ‘‘আমরা রিও পুলিশকে বলেছি নেমারকে জিজ্ঞাসাবাদের বিষয়টি এখন বন্ধ রাখতে।’’ কিন্তু সেটা আদৌ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে নেমারের বাবা এবং এজেন্ট সিনিয়ার নেমার আবার বলে দিয়েছেন, ‘‘আমি চাই যে ঘটনা ঘটেছে তা সামনে আসুক। সত্যটা বেরিয়ে পড়ুক। আমার ছেলেকে যে ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে সেটা সামনে আসুক।’’
নেমারের ধর্ষণ-কাণ্ড নিয়ে পুলিশি তদন্ত নিয়ে যখন চাপান-উতোর চলছে, তার মধ্যেই ব্রাজিলীয় স্ট্রাইকারের কিছুটা সুবিধা করে দিতে পারে আইনজীবীদের সিদ্ধান্ত। এ দিন আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আমাদের কাছে ওই মহিলা বলেছিলেন যে, তিনি স্বেচ্ছায় নেমারের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। পরে তাঁকে নেমার হেনস্থা করেন। এখন পুলিশের কাছে ওই মহিলা বলছেন, তিনি বলপূর্বক ধর্ষিত হয়েছেন। বক্তব্যে ফারাক দেখে সিদ্ধান্ত নিয়েছি এই মামলা নিয়ে আমরা আর এগোব না।’’