Spain Football

ইউরো কাপের আগে ধাক্কা স্পেনের, করোনায় আক্রান্ত সের্জিও বুস্কেৎস

গোটা দলের মধ্যে একমাত্র বুস্কেৎসের রিপোর্টই পজিটিভ এসেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:১৩
Share:

করোনা হল বুস্কেৎসের। ফাইল ছবি

ইউরো কাপ শুরুর আগে বড় ধাক্কা খেল স্পেন। করোনায় আক্রান্ত হলেন অধিনায়ক সের্জিও বুস্কেৎস। ফলে আগামী ১৫ জুন সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। বিপদে পড়ল গোটা দলও।

Advertisement

স্পেনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোটা দলের মধ্যে একমাত্র বুস্কেৎসের রিপোর্টই পজিটিভ এসেছে। কিন্তু ঝুঁকি না নিয়ে গোটা দল এবং মাঠকর্মীদেরও নিভৃতবাসে পাঠানো হয়েছে। লিথুয়ানিয়ার বিরুদ্ধে বুধবার প্রস্তুতি ম্যাচ রয়েছে স্পেনের। সেই ম্যাচে অনূর্ধ্ব-২১ দলকে নামানো হবে বলে জানানো হয়েছে।

ছন্দ না থাকার জন্য সের্জিও র‌্যামোসকে আগেই ইউরো কাপের দল থেকে বাদ দিয়েছিলেন স্পেনের কোচ লুই এনরিকে। দলের আর এক অভিজ্ঞ ফুটবলার বুস্কেৎসের করোনা হওয়াও চিন্তার কারণ। শেষ বার ২০১২-র ইউরো কাপ জিতেছিল স্পেন। সাম্প্রতিক কালে তাদের ফল ভাল না হওয়ায় ইউরো কাপের দলের আমূল বদল এনেছেন কোচ এনরিকে। এখন দেখার, দলের সব থেকে অভিজ্ঞ ফুটবলারকে প্রথম ম্যাচে তিনি পান কিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement