ফাফ ডুপ্লেসি। ফাইল ছবি
গোটা বিশ্বের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে যথেষ্ট সফলও তিনি। সেই ফাফ ডুপ্লেসি জানিয়ে দিলেন, আগামী দিনে টি-টোয়েন্টি লিগগুলি আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে বিপজ্জনক হতে চলেছে।
পাকিস্তান সুপার লিগ খেলতে এখন আবু ধাবিতে নিভৃতবাসে রয়েছেন ডুপ্লেসি। সেখান থেকেই সাংবাদিক বৈঠকে বলেছেন, “টি-টোয়েন্টি লিগ আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে বিপজ্জনক। প্রতি বছর এই লিগগুলির শক্তি বাড়ছে। শুরুর দিকে একটা-দুটো লিগ ছিল। কিন্তু এখন ৪, ৫, ৬, ৭টা লিগ হয়ে গিয়েছে। আমার মনে হয়, কী ভাবে দু’ধরনের ক্রিকেটই টিকিয়ে রাখা যায়, সেটা নিয়ে এবার ভাবনাচিন্তা করতে হবে। ভবিষ্যতে যদি টি-টোয়েন্টি লিগগুলিকেই সকলে বেছে নেয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে সেটা বিরাট ধাক্কা হবে।”
ডুপ্লেসির ধারণা, এরকম চলতে থাকলে ক্রিকেট একসময় ফুটবলের মতো হয়ে যাবে। কী ভাবে? ডুপ্লেসির কথায়, “হয়তো ১০ বছর পর ক্রিকেট প্রায় ফুটবলের মতো হয়ে যাবে, যেখানে শুধু বিশ্বপর্যায়ের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নেই। বাকি সময় ফুটবলাররা বিভিন্ন দেশের লিগে খেলেই কাটাবে।” ক্রিস গেল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটারের উদাহরণ দিয়ে ডুপ্লেসি বলেছেন, এই দুই ক্রিকেটারের মতো ভবিষ্যতে এ ভাবেই বিভিন্ন দেশের লিগে খেলতে শুরু করবেন উঠতি ক্রিকেটাররা। তখন আন্তর্জাতিক ম্যাচের গুরুত্ব হারাবে।