সাধারণ মানুষকে সাহায্য করছেন দৃষ্টিহীন ক্রিকেটাররা ফাইল ছবি
করোনা-কালে সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এল ভারতের দৃষ্টিহীন ক্রিকেট বোর্ড। আপাতত ক্রিকেটকে পিছনের সারিতে রেখে সাধারণ মানুষকে হাসপাতালের বেডের সন্ধান দেওয়া বা নিরাপত্তার কিট, অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সাহায্য করাই অগ্রাধিকার বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
একটি ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়ে এ কাজ করছে দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থা। ওই ট্রাস্ট এবং বোর্ডের সভাপতি মহন্তেশ জানিয়েছেন, একটি আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। লোকের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। দরিদ্র পরিবারের থেকে রেশন এবং চিকিৎসার সাহায্যের জন্য ফোন পেয়েছেন তাঁরা। তাঁদেরও সাহায্য করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি প্রথম সারির যোদ্ধাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। মহন্তেশের কথায়, স্বাস্থ্যকর্মীদের প্রায় ৬৫ হাজার নিরাপত্তার কিট দেওয়া হয়েছে। এর মধ্যে অঙ্গনওয়াড়ি, পুলিশকর্মী, ডাক্তাররা রয়েছেন।”