gymnastics

অলিম্পিক্সের টিকিট পেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক

অতিমারিতে প্রতিযোগিতা না থাকলেও প্রণতি নিজেকে ফিট রেখেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৫:১৭
Share:

প্রণতি নায়েক। ফাইল ছবি

আসন্ন প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে। তা সত্ত্বেও টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পেয়ে গেলেন প্রণতি নায়েক। বাংলার এই জিমন্যাস্ট ২০১৯-এ এশিয়ান আর্টিস্টিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। মহাদেশীয় কোটার মাধ্যমে তিনি অলিম্পিক্সের টিকিট পেলেন।

Advertisement

এশিয়াতে কোটার বিচারে শ্রীলঙ্কার এলপিতিয়া বাদালগের পিছনে রয়েছেন প্রণতি। আগামী ২৯ মে থেকে চিনের হ্যাংঝৌতে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ায় কোটার বিচারে প্রতিযোগীদের অলিম্পিক্সের টিকিট দেওয়া হয়েছে।

খুশিতে আপ্লুত প্রণতি বলেছেন, “২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা মান অর্জন করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়েছিলাম। অতিমারির কারণে একের পর এক প্রতিযোগিতা বাতিল হওয়ায় কোনওদিন ভাবিনি অলিম্পিক্সে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। এখন এশিয়া বা বিশ্ব সংস্থার তরফে সরকারি ভাবে খবর পাওয়ার অপেক্ষা করছি।”

Advertisement

অতিমারিতে প্রতিযোগিতা না থাকলেও প্রণতি নিজেকে ফিট রেখেছেন। বলেছেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিমে খুব ভাল একটা ছন্দ দেখাতে পারিনি। হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অতিমারির সময়ে কোনও প্রতিযোগিতা না থাকলেও নিজেকে ফিট রেখেছি। আগামী কয়েক মাস আরও বেশি পরিশ্রম করে অলিম্পিক্সে ভাল ফল করার চেষ্টা করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement