IPL 2021

লক্ষ্য অর্থ সাহায্য, মর্গ্যানদের বিরুদ্ধে বিশেষ নীল জার্সি পরে নামতে পারেন কোহলীরা

ইতিমধ্যেই প্যাট কামিন্স, শিখর ধওয়ন, অজিঙ্ক রাহানে-সহ একাধিক ক্রিকেটার অর্থ সাহায্য করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৪:২৮
Share:

এই সেই জার্সি। ছবি টুইটার

করোনা অতিমারির সময়ে আইপিএল চলা উচিত কিনা সে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন ঠিকই। কিন্তু আইপিএল-এর দলগুলি নিজেদের মতো করে মানুষকে সচেতন করার আপ্রাণ চেষ্টা করছে। যেমন এগিয়ে এল বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার তারা জানিয়েছে, মানুষকে সচেতন করতে এবং অক্সিজেনের জন্য অর্থ সঞ্চয় করতে একটি ম্যাচে বিশেষ নীল জার্সি পরে নামবে তারা।

Advertisement

প্রতিদিনই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। শনিবার নজির গড়ে ৩,৬৮৯ জন মারা গিয়েছেন। ইতিমধ্যেই প্যাট কামিন্স, শিখর ধওয়ন, অজিঙ্ক রাহানে-সহ একাধিক ক্রিকেটার অর্থ সাহায্য করেছেন।

রবিবার টুইটারে আরসিবি লিখেছেন, “এই মরসুমে আরসিবি কোনও একটি ম্যাচে বিশেষ নীল জার্সি পরে নামবে। অতিমারির বিরুদ্ধে লড়তে পিপিই কিট পরে গত বছর যাঁরা লড়েছিলেন এবং এ বছরও যাঁরা লড়ে চলেছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে এবং পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ওই ম্যাচের জার্সিতে সই করবেন ক্রিকেটাররা, যা নিলাম করে অক্সিজেন এবং স্বাস্থ্য পরিকাঠামো তৈরির জন্য অর্থ সাহায্য করা হবে।”

Advertisement

একটি ভিডিয়োতে কোহলী বলেছেন, “যে ভাবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে আমরা চিন্তিত। কী ভাবে আমরা তৃণমূল স্তরে সাহায্য করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কোথায় সাহায্য দরকার তা খুঁজে বের করেছে আরসিবি। এ কারণে অর্থ সাহায্যও করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement