Auspicious days in Chaitra

চৈত্র মাসে উপনয়নের কোনও শুভ দিন রয়েছে? সাধ খাওয়ার ভাল দিনগুলি কবে?

চৈত্র মাসে বিয়ের দিন না থাকলেও, উপনয়ন এবং সাধ খাওয়ার শুভ দিন রয়েছে। অন্নপ্রাশনের শুভ দিনগুলিই বা কবে? খোঁজ দিলেন জ্যোতিষী।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৭:২৮
Share:

—প্রতীকী ছবি।

শুভ কাজ বিশেষ দিনক্ষণ দেখে করা উচিত। দিন এবং মুহূর্ত বিশেষে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। চৈত্র মাসে বিয়ের দিন না থাকলেও, উপনয়ন এবং সাধ খাওয়ার শুভ দিন রয়েছে। অন্নপ্রাশনের শুভ দিনগুলিই বা কবে? খোঁজ দিলেন জ্যোতিষী।

Advertisement

চৈত্র মাসে উপনয়নের শুভ দিন—

১৯ চৈত্র, ২ এপ্রিল, বুধবার।

Advertisement

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

২৫ চৈত্র, ৮ এপ্রিল, মঙ্গলবার।

২৬ চৈত্র, ৯ এপ্রিল, বুধবার।

চৈত্র মাসে অন্নপ্রাশনের শুভ দিন—

১৯ চৈত্র, ২ এপ্রিল, বুধবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

২৭ চৈত্র, ১০ এপ্রিল, বৃহস্পতিবার।

চৈত্র মাসে সাধ খাওয়ার শুভ দিন—

১৬ চৈত্র, ৩০ মার্চ, রবিবার।

১৯ চৈত্র, ২ এপ্রিল, বুধবার।

২০ চৈত্র, ৩ এপ্রিল, বৃহস্পতিবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

২৭ চৈত্র, ১০ এপ্রিল, বৃহস্পতিবার।

চৈত্র মাসে দীক্ষার শুভ দিন—

১৭ চৈত্র, ৩১ মার্চ, সোমবার।

১৮ চৈত্র, ১ এপ্রিল, মঙ্গলবার।

২২ চৈত্র, ৫ এপ্রিল, শনিবার।

২৩ চৈত্র, ৬ এপ্রিল, রবিবার।

২৮ চৈত্র, ১১ এপ্রিল, শুক্রবার।

২৯ চৈত্র, ১২ এপ্রিল, শনিবার।

৩১ চৈত্র, ১৪ এপ্রিল, সোমবার।

চৈত্র মাসে শান্তিস্বস্ত্যয়নের শুভ দিন—

৬ চৈত্র, ২০ মার্চ, বৃহস্পতিবার।

১০ চৈত্র, ২৪ মার্চ, সোমবার।

১৩ চৈত্র, ২৭ মার্চ, বৃহস্পতিবার।

১৬ চৈত্র, ৩০ মার্চ, রবিবার।

২০ চৈত্র, ৩ এপ্রিল, বৃহস্পতিবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

২৬ চৈত্র, ৯ এপ্রিল, বুধবার।

চৈত্র মাসে গ্রহপূজার শুভ দিন—

৬ চৈত্র, ২০ মার্চ, বৃহস্পতিবার।

১০ চৈত্র, ২৪ মার্চ, সোমবার।

১৬ চৈত্র, ৩০ মার্চ, রবিবার।

২০ চৈত্র, ৩ এপ্রিল, বৃহস্পতিবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

চৈত্র মাসে দেবতা প্রতিষ্ঠার শুভ দিন–

২১ চৈত্র, ৪ এপ্রিল, শুক্রবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

চৈত্র মাসে শিবপ্রতিষ্ঠার শুভ দিন—

২১ চৈত্র, ৪ এপ্রিল, শুক্রবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

২৭ চৈত্র, ১০ এপ্রিল, বৃহস্পতিবার।

চৈত্র মাসে বিষ্ণুপ্রতিষ্ঠার শুভ দিন—

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

চৈত্র মাসে রত্নাদি ধারণের শুভ দিন—

১৯ চৈত্র, ২ এপ্রিল, বুধবার।

২০ চৈত্র, ৩ এপ্রিল, বৃহস্পতিবার।

চৈত্র মাসে শিল্প আরম্ভের শুভ দিন—

৬ চৈত্র, ২০ মার্চ, বৃহস্পতিবার।

১২ চৈত্র, ২৬ মার্চ, বুধবার।

১৩ চৈত্র, ২৭ মার্চ, বৃহস্পতিবার।

১৯ চৈত্র, ২ এপ্রিল, বুধবার।

২০ চৈত্র, ৩ এপ্রিল, বৃহস্পতিবার।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার।

২৭ চৈত্র, ১০ এপ্রিল, বৃহস্পতিবার।

চৈত্র মাসে ভূমি ক্রয়বিক্রয়ের শুভ দিন—

৬ চৈত্র, ২০ মার্চ, বৃহস্পতিবার।

২০ চৈত্র, ৩ এপ্রিল, বৃহস্পতিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement