IPL 2021

মুম্বই-চেন্নাই ম্যাচে নজিরের ছড়াছড়ি, দেখে নিন কী থাকল, কী ভাঙল

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার রানের বন্যা বয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৩:০৯
Share:

একাধিক রেকর্ড হয়েছে চেন্নাই-মুম্বই ম্যাচে। ছবি আইপিএল

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৮ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। কায়রন পোলার্ডের দাপটে সেই রান তাড়া করে জিতেছে মুম্বই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার রানের বন্যা বয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে অনেক নজিরও। এক নজরে দেখে নিন কী কী নজির হয়েছে:

Advertisement

২১৯ – ভারতের মাটিতে সবথেকে বেশি রান তাড়া করে জিতল কোনও আইপিএল দল। সব মিলিয়ে আইপিএল-এ রান তাড়া করে জেতার রেকর্ড ২২৬। গত মরসুমে শারজায় পঞ্জাবের বিরুদ্ধে এই রেকর্ড করেছিল রাজস্থান।

Advertisement

২১৯ – ৭ বার চেষ্টার পর অবশেষে ২০০ রান তাড়া করে জিতল মুম্বই।

৫৬ – আইপিএল-এ এক ওভারে সবথেকে বেশি রান দিলেন যশপ্রীত বুমরা।

২০ – সিএসকে ব্যাটসম্যান হিসেবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান করলেন অম্বাতি রায়ডু (২০ বলে)।

১৯ – চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ১৯-১২ এগিয়ে গেল মুম্বই। চেন্নাইকে বাকিরা যত বার হারিয়েছে, তার দ্বিগুণ হারিয়েছে মুম্বই।

১৭ – চেন্নাইয়ের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরান করলেন কোনও ব্যাটসম্যান। কায়রন পোলার্ড ১৭ বলে অর্ধশতরান করেছে।

– শেষ বলে ম্যাচ জেতার ক্ষেত্রে চেন্নাইয়ের নজির স্পর্শ করল মুম্বই।

– চেন্নাইয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি ম্যাচে অর্ধশতরান করলেন ফাফ দু’প্লেসি।

– প্রথম দল হিসেবে আইপিএল-এর কোনও ম্যাচে এক ইনিংসে দুটি শতরানের জুটি হল (দু’প্লেসি-মইন আলি, রবীন্দ্র জাডেজা-অম্বাতি রায়ডু)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement