BCCI

Sourav Ganguly: ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ১৯ বছর, সৌরভের বোর্ড স্মরণ করল ইতিহাসকে

ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয় নিয়ে বিশেষ ভিডিয়ো পোস্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৭:০৬
Share:

ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র

ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ১৯ বছর। ২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের মাটিতে ইংরেজদের হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। মঙ্গলবার সকালে সেই সুখের স্মৃতি উসকে দিল বিসিসিআই-য়ের টুইট।

Advertisement

টুইটে ভারতের জয়ের মুহূর্তের ভিডিয়ো দিয়েছে বোর্ড। ৩০ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অ্যান্ড্রু ফ্লিনটফের বল জাহির খান অফ সাইডে ঠেলে দিয়ে একটি রান নিচ্ছেন। ইংল্যান্ডের ফিল্ডার ওভার থ্রো করায় ফের একটি রান চুরি করে ভারতকে জয় এনে দিচ্ছেন মহম্মদ কাইফ ও জাহির।

এরপর খুশিতে ফেটে পড়ছেন ভারতীয় দলের সদস্যরা। মাঠের মধ্যে ঢুকে ম্যাচের নায়ক কাইফকে নিয়ে উল্লাস শুরু করে দিয়েছে ভারতীয় দল।

Advertisement

ন্যাটওয়েস্ট ট্রফি জয় আরও যে কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছে, সেই সৌরভের জার্সি খুলে ঘোরানোর দৃশ্যও জায়গা পেয়েছে বোর্ডের টুইটে। ভারত জেতা মাত্র সৌরভ সে দিন লর্ডসের বারান্দায় জার্সি খুলে ঘুরিয়েছিলেন।

জামা খুলে সৌরভের উৎসব ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement