Football

বার্সার পর উড়ে গেল লিয়ঁ, ফরাসি ক্লাবকে ৩ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন

স্বপ্নের ফাইনালে নেমার-এমবাপের পিএসজি-র সামনে জার্মানির বায়ার্ন।  

Advertisement

সংবাদ সংস্থা

লিসবন শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ১৩:১৩
Share:

রোনাল্ডোকে টপকে যাওয়ার জন্য ফাইনাল ম্যাচ পাচ্ছেন লেভানডস্কি। ছবি— এএফপি।

ফরাসি ক্লাবের গৃহযুদ্ধ আর দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।জার্মানির ক্লাব লাইপজিগকে হারিয়ে আগেই ফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছিল প্যারিস সঁ জঁ। বার্সেলোনাকে আট গোলের লজ্জায় ডুবিয়ে দেওয়া বায়ার্ন মিউনিখকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যেত লিয়ঁ। তখন দুই ফরাসি ক্লাবের লড়াই দেখা যেত। কিন্তু বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে বশ্যতা স্বীকার করে লিয়ঁ। ফলে স্বপ্নের ফাইনালে নেমার-এমবাপের সামনে জার্মানির বায়ার্ন।

Advertisement

স্কোরলাইন দেখে মনে হতেই পারে লিয়ঁ গোল করার মতো জায়গায় পৌঁছতে পারেনি। ঘটনা হল, একাধিক বার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল ফ্রান্সের ক্লাবটি। খেলার চতুর্থ মিনিটে বায়ার্নের গোলকিপার ম্যানুযেল ন্যয়ারকে সামনে পেয়েও গোল করতে পারেননি মেম্ফিস ডিপাই। ১৭ মিনিটে ন্যয়ার পরাস্ত হলেও বায়ার্নের গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায় লিয়ঁর সামনে। একাম্বির শট বায়ার্নের পোস্টে প্রতিহত হয়।

১৮ মিনিটে বায়ার্নকে দুর্দান্ত শটে এগিয়ে দেন সার্জ নাব্রি। ৩৩ মিনিটে নাব্রির দ্বিতীয় গোল। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল বায়ার্ন। লেওয়ানডস্কি সে যাত্রায় গোল করতে পারেননি। ৮৮ মিনিটে সেই লেওয়ানডস্কি বায়ার্নের তৃতীয় গোলটি করেন।

Advertisement

আরও পড়ুন: আইপিএল মহড়া শুরু ধোনির, টেস্ট যাত্রা শেষ করে দু’চোখে ছিল জল

এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে পোলিশ স্ট্রাইকারের গোলসংখ্যা এখন ১৫। তাঁর সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৩-১৪ মরসুমে ১৭ গোল করেছিলেন ‘সিআর সেভেন’। ২০১৫-১৬ মরসুমে ১৬ গোল করেছিলেন রোনাল্ডো। পর্তুগিজ তারকাকে টপকে যাওয়ার জন্য ফাইনাল ম্যাচ পাচ্ছেন লেওয়ানডস্কি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement