আকর্ষণ: বার্সেলোনার বিরুদ্ধে মাঠে ইনিয়েস্তা। এএফপি
পুরনো সতীর্থদের সঙ্গে তাঁর আবার দেখা হল। তবে এ বার আন্দ্রেস ইনিয়েস্তার পরনে ছিল না পরিচিত বার্সেলোনার জার্সি। তিনি এই মুহূর্তে জে-লিগের ক্লাব ভিসেল কোবে দলের হয়ে খেলেন। এবং শনিবারের সেই ম্যাচে জিতল তাঁর পুরনো দল।
ম্যাচের শেষে প্রাক্তন স্প্যানিশ তারকা বলেছেন, ‘‘আমি তো এখনও বার্সেলোনা নিয়ে গর্ব অনুভব করি। ভাল লাগল, প্রিয় পুরনো ক্লাবের বিরুদ্ধে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়ে।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই ম্যাচটা আমার কাছে ছিল আবেগের। পুরনো বেশ কিছু সতীর্থের সঙ্গে কথা হল। আমার বিশ্বাস, আসন্ন মরসুমে বার্সেলোনা সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে অবশ্যই।’’
শনিবারের ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন কার্লেস পেরেস। ২১ বছরের এই উইঙ্গার ২০১৫ সাল থেকে খেলছেন বার্সেলোনা ‘বি’ দলে। এ মরসুমেই তাঁকে সিনিয়র দলের জন্য সই করানো হয়েছে। এ ছাড়াও শুরু থেকে খেলেন আতলেতিকো দে মাদ্রিদ থেকে আসা আঁতোয়া গ্রিজম্যানও। গোল না পেলেও তাঁর ক্ষিপ্র গতিতে মুগ্ধ হন সমর্থকেরা। ম্যাচের পরে ফরাসি স্ট্রাইকার সম্পর্কে ইনিয়েস্তা পর্যন্ত বলছেন, ‘‘আমার মনে হচ্ছে, খুব দ্রুত মেসি এবং লুইস সুয়ারেসের পাশে নিজেকে মানিয়ে নিতে পারবে গ্রিজম্যান। আশা করি, এ বার মেসির উপরে চাপ একটু কম থাকবে।’’
একই সুর শোনা গিয়েছে বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের গলায়। তিনি বলেছেন, ‘‘সেরা ফুটবলাররা খুব তাড়াতাড়ি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। আমার মনে হচ্ছে, গ্রিজম্যান এ বার দলের আক্রমণে আরও নতুনত্ব নিয়ে আসতে পারে।’’ গোলদাতা পেরেস সম্পর্কে বার্সা ম্যানেজারের মন্তব্য, ‘‘লা মাসিয়া অ্যাকাডেমি বরাবর নতুন প্রতিভাদের বিশ্বের সামনে তুলে এনেছে। পেরেসও সেই ঐতিহ্য বজায় রেখে নিজেকে প্রমাণ করবে।’’