barcelona

Neymar: অবশেষে স্বস্তি, আদালতের বাইরে নেমার-বার্সেলোনা সমঝোতা

দু’পক্ষের সম্পর্ক বরাবরই অম্ল মধুর। পুরনো ক্লাব ও ব্রাজিলীয় তারকার মধ্যে ভালবাসা থাকলেও এই সম্পর্ক নিয়ে তিক্ততাও কম হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৭:১১
Share:

অবশেষে বার্সেলোনা ও নেমারের মধ্যে বরফ গলল। ফাইল চিত্র

বার্সেলোনানেমারের লড়াই শেষ পর্যন্ত ‘বন্ধুত্বপূর্ণ ভাবে’ শেষ হল। আদালতের বাইরে হয়ে গেল দুই পক্ষের সমঝোতা। লিওনেল মেসির ক্লাবের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

ক্লাবের প্রধান হুয়ান লাপোর্তা গোটা বিষয়ে হস্তক্ষেপ করার পরেই বেরিয়ে এল সমাধান সূত্র। তাঁর উদ্যোগে নেমারের সঙ্গে ক্লাব একটি চুক্তি করে। সেই চুক্তি অনুসারে দুই পক্ষই আদালত থেকে নিজেদের যাবতীয় মামলা প্রত্যাহার করে নেবে।

পরে ক্লাবের তরফ থেকে একটি বিবৃতিও জারি করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে নেমারের সঙ্গে বার্সেলোনা ঐকমত্যে পৌঁছেছে। এ বার থেকে কেউ কারও বিরুদ্ধে আর আদালতে লড়াই চালাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলি চলছিল সেগুলি প্রত্যাহার করে নেওয়া হবে।’

Advertisement

এ বার থেকে কেউ কারও বিরুদ্ধে আদালতে যাবে না। ফাইল চিত্র

দুই পক্ষের সম্পর্ক বরাবরই অম্লমধুর। পুরনো ক্লাব ও ব্রাজিলীয় তারকার মধ্যে ভালবাসা থাকলেও এই সম্পর্ক নিয়ে তিক্ততাও কম হয়নি। ২০১৭ সালে লিওনেল মেসির ক্লাব ছেড়ে পিএসজি-তে গিয়েছিলেন নেমার। তবে তাঁর বার্সার প্রতি একটা টান রয়েই গিয়েছে। তেমনই আবার প্রাপ্য টাকার জন্য প্রিয় ক্লাবের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এই দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে বার্সা।

প্রসঙ্গত এর আগে বার্সেলোনার দাবি ছিল ক্লাব নেমারের কাছে এক কোটি ৬৭ লক্ষ ইউরো পাওনা রয়েছে। অন্যদিকে বার্সার কাছে চার কোটি ৭২ লক্ষ ইউরো দাবি করে মামলা করেছিলেন নেমার। অবশেষে চুক্তির মাধ্যমে এই ঝামেলার অবসান হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement