গোল করে উচ্ছ্বাস তপুর টুইটার
সাফ কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। সোমবার সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলতে নামবেন জামাল ভুঁইয়ারা। তার আগে দশজনের শ্রীলঙ্কাকে হারিয়ে দিল অস্কার ব্রুজোর ছেলেরা।
ম্যাচের ৫৫ মিনিটে শ্রীলঙ্কার সেন্ট্রাল ডিফেন্ডার ডাকসন পুসলাস লাল কার্ড দেখেন। পেনাল্টি পায় বাংলাদেশ। গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁ দিকে শট করেন তপু বর্মন। বল জালে জড়িয়ে যায়। পুসলাস লাল কার্ড দেখায় বাকি সময়টা ১০ জনে খেলতে হয় শ্রীলঙ্কাকে। তারা আর গোল শোধ দিতে পারেনি।
শুরু থেকেই পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ফলে চেষ্টা করেও শ্রীলঙ্কার ডিফেন্স ভাঙতে পারছিলেন না সুমন রেজা, জামালরা। পুসকাস ভুল না করলে গোল পাওয়া মুশকিল হত বাংলাদেশের। গোটা ম্যাচে ২০টি শট করলেও পেনাল্টি ছাড়া গোলের মুখ খুলতে পারেনি বাংলাদেশ।
ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও এই গ্রুপে রয়েছে নেপাল ও মলদ্বীপ।