Lionel Messi

Lionel Messi: লিয়ো মেসির হোটেলে দুঃসাহসিক চুরি, প্রশ্নে প্যারিসের নিরাপত্তা

হোটেলের ছাদের থেকে বারান্দায় নেমে ঘরে ঢোকে চোরেরা। তবে মেসির ঘরে ঢোকেনি তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৮:৩০
Share:

লিয়ো মেসি ফাইল চিত্র

প্যারিসের যে হোটেলে লিয়োনেল মেসি রয়েছেন সেখান থেকে চুরি হল লক্ষাধিক টাকা ও মূল্যবান গয়না। প্যারিসের হোটেলে মুখোশ পরে চুরি করতে ঢোকে চোরেরা। এই ঘটনায় প্রশ্নের মুখে আর্জেন্টাইন তারকার নিরাপত্তা।

Advertisement

হোটেলের ছাদ থেকে বারান্দায় নেমে ঘরে ঢোকে চোরেরা। তবে মেসির ঘরে ঢুকতে পারেনি তারা। পিএসজি-তারকা যে ঘরে রয়েছেন তার উপরের তলায় চারটি ঘরে লুটপাট চালায় চোরেরা।

এক মহিলা পরের দিন হোটেলের ঘরে ঢুকে দেখতে পান তাঁর গলার হার, নগদ টাকা-সহ কানের দুল নেই। তাঁর অভিযোগ, সবকিছুই লুট করে নিয়ে গিয়েছে চোরেরা। শোনা যাচ্ছে, প্যারিসের ক্লাবে যোগ দেওয়ার দিন যে বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দিকে হাত নেড়েছিলেন মেসি, সেই বারান্দা দিয়েই চোরেরা হোটেলে ঢুকেছিল।

Advertisement

এই হোটেলেই রয়েছেন মেসি টুইটার

পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে ছাদে ব্যাগ কাঁধে দু’জনকে দেখা গেলেও তাদের শনাক্ত করা যায়নি। হোটেলে থাকা অনেকের দাবি, দু’জন নয়, মোট তিন জন এই কাজের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, “এটা কোনও অভিজ্ঞ দলের কাজ। হোটেলের নিরাপত্তার গাফিলতিও স্পষ্ট।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement