Year Ender 2024

২০২৪: বিভিন্ন কাগজের যে লেখাগুলি আমাদের পছন্দ

কলকাতা এবং ঢাকা থেকে প্রকাশিত বাংলা ভাষায় মোট পাঁচটি খবরের কাগজের উত্তর সম্পাদকীয়, রবিবারের সাময়িকী অথবা বিশেষ বিভাগে প্রকাশিত লেখার মধ্য থেকে আমরা পাঁচটি ভাল লেখা বেছে নিয়েছি।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৭:২৮
Share:

আনন্দবাজার অনলাইনে আমাদের ধারণা, ২০২৪ সালেও বেশ কিছু ভাল লেখা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি।

Advertisement

বৈষ্ণবোচিত বিনয় সহকারে আমরা এ-ও স্বীকার করছি যে, আমাদের ওয়েবসাইট ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের খবরের কাগজেও ২০২৪ সালে বেশ কিছু মনোগ্রাহী, চিত্তাকর্ষক এবং ভাল লেখা প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিনেও আমরা পাঁচটি প্রতিষ্ঠানের খবরের কাগজে আমাদের মতে পাঁচটি সেরা লেখা প্রকাশ করেছিলাম। সেই ধারা মেনে এই বছরের শেষেও কয়েক জন সহকর্মীকে অনুরোধ করেছিলাম, আনন্দবাজার সংস্থা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কাগজে প্রকাশিত তাঁদের সবচেয়ে পছন্দের লেখাগুলি বাছাই করে দিতে। সেই লেখাগুলিই আমরা এখানে প্রকাশ করলাম। বাছাইয়ের ক্ষেত্রে সচেতন ভাবেই ‘স্পট নিউজ়’কে বিবেচনায় রাখা হয়নি। আমরা পছন্দ করেছি ভাল ‘লেখা’। কলকাতা এবং ঢাকা থেকে প্রকাশিত বাংলা ভাষায় মোট পাঁচটি খবরের কাগজের উত্তর সম্পাদকীয়, রবিবারের সাময়িকী অথবা বিশেষ বিভাগে প্রকাশিত লেখার মধ্য থেকেই আমরা সেই পাঁচটি ভাল লেখা বেছে নিয়েছি।

Advertisement

উল্লেখ্য, প্রকাশিত লেখাগুলির বানান অবিকৃত রাখা হয়েছে। দ্বিতীয়ত, লেখাগুলি যে ক্রমপর্যায়ে প্রকাশ করা হল, সেগুলি তাদের মানের সূচক নয়। অর্থাৎ, এই ক্রমতালিকা কোনও ‘র‌্যাঙ্কিং’ নয়। লেখাগুলি রইল ২০২৪ সালে তাদের প্রকাশকাল অনুযায়ী।

পড়তে ক্লিক করুন
পড়তে ক্লিক করুন
পড়তে ক্লিক করুন
পড়তে ক্লিক করুন
পড়তে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement