Indian Rupee vs US Dollar

ডলার ছাড়াল ৮৫.৫০ টাকা, মোদীকে তির কংগ্রেসের

সংশ্লিষ্ট মহলের দাবি, গত কয়েক দিনের মতো সোমবারও অস্থির ওঠানামা দেখা গিয়েছে মুদ্রার বাজারে। এক সময় ডলার ৮৫.৫৯ টাকায় উঠেছিল। পরে তাকে ৮৫.৪৩ টাকায় নামতেও দেখা যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৭:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

টাকার দামকে ফের নজিরবিহীন তলানিতে ঠেলে ৮৫.৫২ ছুঁল ডলার। আমেরিকার মুদ্রার ৮৬ টাকায় পৌঁছে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই অবস্থায় অতীতের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছে বিরোধী শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কটাক্ষ, গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে ২০১৪-এ টাকার অবমূল্যায়ন নিয়ে গলা ফাটিয়ে সমালোচনা করতেন নরেন্দ্র মোদী। এমনকি তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। সে বছর ১৬ মে ডলার ছিল ৫৮.৫৮ টাকা। ১০ বছর বাদে ৮৫ টাকা পেরিয়ে গিয়েছে। রমেশের কথায়, ‘‘এশিয়ার মধ্যে সব থেকে খারাপ হওয়ার সম্মান অর্জন করেছে ভারতীয় টাকা।’’

Advertisement

সংশ্লিষ্ট মহলের দাবি, গত কয়েক দিনের মতো সোমবারও অস্থির ওঠানামা দেখা গিয়েছে মুদ্রার বাজারে। এক সময় ডলার ৮৫.৫৯ টাকায় উঠেছিল। পরে তাকে ৮৫.৪৩ টাকায় নামতেও দেখা যায়।

এক্স-এ রমেশের প্রশ্ন, ‘‘আরবিআই বিদেশি মুদ্রা ভান্ডারের কোটি কোটি ডলার টাকাকে স্থিতিশীল করতে ব্যবহার করেছে, কিন্তু লাভ হয়নি। কত কোটি ডলার ব্যবহার করা হয়েছে? অজৈবিক প্রধানমন্ত্রী মুখে এখন কথা নেই।’’ এই সূত্রে ২০১৩-এ তৎকালীন ইউপিএ সরকারকে বিঁধে মোদীর বক্তব্যও তুলে ধরেছেন রমেশ। যেখানে মোদী বলেছিলেন, ‘‘সঙ্কট আসে, কিন্তু সঙ্কটের সময় নেতৃত্ব দিশাহীন এবং আশাহীন হলে তা আরও গুরুতর আকার নেয়...এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে, দিল্লির শাসকেরা না প্রতিরক্ষা নিয়ে চিন্তিত, না টাকার পতন নিয়ে...শুধু কুর্সি বাঁচানো নিয়ে উদ্বিগ্ন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement