Nasir Hussain

Nasir Hossain: অবৈধ বিয়ে! গ্রেফতার হতে পারেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন

ঘটনায় নাসির, তামিমা-সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে প্রশাসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৫
Share:

নাসির হুসেন ও তামিমা টুইটার

ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। এ বার সেই বিয়ে নিয়ে বিপাকে পড়লেন তিনি। অভিযোগ ছিল, তাঁর স্ত্রী তামিমা নথি জাল করে নাসিরকে বিয়ে করেছেন। বিবাহবিচ্ছেদের জাল নথি তৈরি করেছেন তামিমা। এ বার পুলিশি তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হল। আদালত নির্দেশ দিলে গ্রেফতার করা হতে পারে নাসির ও তামিমাকে।

Advertisement

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগশনের তদন্তে উঠে এসেছে, আগের স্বামী রাকিব হাসেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে বিয়ে করে ফেলেছেন তামিমা। এই ঘটনায় নাসির, তামিমা-সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে প্রশাসন।

Advertisement

আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। তদন্তের পর পিবিআই কর্তা মিজানুর রহমান তাঁর রিপোর্ট জমা দেন আদালতে। সেই রিপোর্টে বলা হয়েছে নাসির ও তামিমার বিয়ে অবৈধ। এই রিপোর্ট সামনে আসতে আদালতের কাছে নাসির ও তামিমার গ্রেফতারের আবেদন জানিয়েছেন রাকিবের আইনজীবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement