আগ্রাসী: ৪৯ বলে ৭০ রান করে ম্যাচের সেরা বেরিংটন। ছবি: টুইটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের দাপট অব্যাহত। প্রথম দিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানোয় বড় ভূমিকা নিয়েছিলেন ক্রিস গ্রিভস। মঙ্গলবার পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে নতুন নায়ক হিসেবে আবির্ভূত হলেন রিচি বেরিংটন।
এ দিন স্কটল্যান্ডকে ১৬৫-৯ স্কোরে পৌঁছে দেয় বেরিংটনের ব্যাট। চার নম্বরে নেমে তিনি ৪৯ বলে ৭০ রান করে যান। মারেন ছ’টি চার, তিনটি ছয়। সঙ্গী পান ম্যাথেউ ক্রসকে। তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৫ রান। কিন্তু শেষ দিকে পরপর উইকেট হারানোয় আরও বড় রান তুলতে পারেনি স্কটল্যান্ড। গ্রিভস এ দিন মাত্র দু’রান করে আউট হয়ে যান।
রান তাড়া করতে নেমে পাপুয়া নিউ গিনির ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একটা সময় তাদের ৬৭ রানে ছয় উইকেট পড়ে যায়। কিন্তু পাপুয়া নিউ গিনির হয়ে নর্ম্যান ভানুয়া পাল্টা আক্রমণের রাস্তা নেন। করেন ৩৭ বলে ৪৭। কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা থেমে যায় ১৪৮ রানে। পরপর দুটো ম্যাচ হেরে প্রায় ছিটকে গেল পাপুয়া নিউ গিনি। স্কটল্যান্ডের হয়ে জশ ডেভি ১৮ রানে চার উইকেট নিয়েছেন। শেষ ম্যাচে ওমানকে হারাতে পারলে বিশ্বকাপের মূলপর্বে যাবে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডে বেরিংটন এক জন আগ্রাসী ব্যাটার বলেই পরিচিত। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার নজির আছে তাঁর। ৫৫ বলের সেই ইনিংসে ছিল পাঁচটি ছয়। এ দিনও ৯৭ মিটার দূরত্বে বল পাঠিয়ে দেন বেরিংটন।
সংক্ষিপ্ত স্কোর: স্কটল্যান্ড ২০ ওভারে ১৬৫-৯ (বেরিংটন ৭০, ক্রস ৪৫। মোরেয়া ৪-৩১)। পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে ১৪৮ (ভানুয়া ৪৭। ডেভি ৪-১৮)। ১৭ রানে জয়ী স্কটল্যান্ড।