Australian Open 2021

অস্ট্রেলিয়ান ওপেনে কঠিন লড়াই জোকোভিচ, নাদালের, প্রকাশিত ড্র

নবম অস্ট্রেলিয়ান ওপেনের লক্ষ্যে থাকা জোকোভিচ সোমবার প্রথম রাউন্ডে খেলবেন জেরেমি শার্ডির বিপক্ষে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২২
Share:

নাদাল-জোকোভিচের সামনে নতুন চ্যালেঞ্জ। ফাইল ছবি

অস্ট্রেলিয়ান ওপেনে কঠিন ড্রয়ের সামনে পড়লেন নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল। দু’জনে দু’অর্ধে থাকায় ফাইনালের আগে দুই তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছতে গেলে দু’জনকেই আগে কঠিন ম্যাচ খেলে আসতে হবে।

Advertisement

২০০৯-য়ের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাদালকে খেলতে হবে ড্যানিল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভ এবং স্টেফানোস সিসিপাসদের বিরুদ্ধে। অন্যদিকে, জোকোভিচকে লড়তে হবে স্ট্যান ওয়ারিঙ্কা, আলেকজান্ডার জেরেভ এবং গতবারের ফাইনালিস্ট ডমিনিক থিমের বিরুদ্ধে।

নবম অস্ট্রেলিয়ান ওপেনের লক্ষ্যে থাকা জোকোভিচ সোমবার প্রথম রাউন্ডে খেলবেন জেরেমি শার্ডির বিপক্ষে। ২০০৯-য়ের পরে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের জেতার লক্ষ্যে নাদাল নামবেন সার্বিয়াস লাসলো জেরের বিরুদ্ধে। মহিলা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন খেলবেন ম্যাডিসন ইংলিসের বিরুদ্ধে। শীর্ষ বাছাই অ্যাশ বার্টি শুরু করবেন ডাঙ্কা কোভিনিচের বিপক্ষে। চোট পেলেও মূল ড্র থেকে নাম তুলে নেননি সেরিনা উইলিয়ামস। তিনি নামবেন লরা সিগমুন্ডের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement