India vs England 2021

ঘরের মাঠে বুমরার প্রথম বলেই ক্যাচ মিস পন্থের, নেটমাধ্যমে ঋদ্ধিমানকে খেলানোর দাবি

উইকেটকিপিং নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে পন্থের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে তা আরও একবার প্রকট হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০০
Share:

ক্যাচ মিস করে সমালোচনার মুখে পন্থ। ফাইল ছবি

টেস্টে ১৭টি ম্যাচ খেলা হয়ে যাওয়ার পর ঘরের মাঠে প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়েছেন যশপ্রীত বুমরা। স্বাভাবিক ভাবেই ম্যাচের আগে থেকে উত্তেজিত ছিলেন তিনি। ঘরের মাঠে প্রথম টেস্টের প্রথম বলেই উইকেট পাওয়ার সুযোগ এসে গিয়েছিল তাঁর সামনে। কিন্তু ঋষভ পন্থের দোষে তা হাতছাড়া হল। এরপরেই নেটমাধ্যমে পন্থের সমালোচনা শুরু করেছেন নেটাগরিকরা। দাবি উঠেছে, ঋদ্ধিমান সাহাকে খেলানোর।

Advertisement

উইকেটকিপিং নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে পন্থের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে তা আরও একবার প্রকট হল। এরপরেই নেটমাধ্যমে পন্থের উদ্দেশে সমালোচনা ভেসে এসেছে।

কেউ লিখেছেন, “শুরুতেই পন্থের ক্যাচ মিস। দারুণ ভাবে সিরিজ শুরু হল।” কারওর মন্তব্য, “ক্যাচ ফেলে দেওয়ার ক্ষেত্রে পন্থ নিজেই নিজের রেকর্ড ভেঙে দেবে একদিন।” একজন লিখেছেন, “পন্থ ধারাবাহিক ব্যাটসম্যান এখনও হতে পারেনি ঠিকই। কিন্তু ধারাবাহিক ভাবে ক্যাচ ফেলার ক্ষেত্রে ওর জুড়ি নেই।” একজনের মন্তব্য, ‘‘অন্তত টেস্টে একজন বিশেষজ্ঞ উইকেটরক্ষক খেলানো হোক।’’ বোঝাই যাচ্ছে, ঋদ্ধিমান সাহাকে খেলানোর দাবি তুলছেন তিনি।

Advertisement

তবে কেউ কেউ পন্থের পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, ঋদ্ধিমান সাহাই হোক বা টিম পেন, ক্যাচ সবার পড়তে পারে। এটা নেহাতই একটা মিস। কেউ লিখেছেন, “প্রথম ইনিংসে দারুণ ব্যাট করে পন্থ বুঝিয়ে দেবে ক্যাচ ফেলার ঘটনাকে ও পাত্তা দেয় না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement