ATK Mohunbagan

ATK Mohun Bagan: মোহনবাগান সই করাল ২৩ বছরের অখ্যাত মিডফিল্ডারকে

তারকাদের পাশাপাশি তরুণ ফুটবলারদের তুলে নিয়েও ঘর গোছাচ্ছে এটিকে মোহনবাগান

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ০৯:৪২
Share:

একের পর এক ফুটবলারকে সই করাচ্ছে এটিকে মোহনবাগান। ফাইল চিত্র

ফের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র থেকে ফুটবলার তুলে নিল এটিকে মোহনবাগান। তরুণ মিডফিল্ডার বিদ্যানন্দ সিংহকে দলে নিল তারা। ২০১৬ সালে এটিকে দলে ছিলেন তিনি। তবে সেবার বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ এই ফুটবলার।

Advertisement

এটিকে থেকে বেঙ্গালুরু এফসি-তে সই করেন বিদ্যানন্দ। তবে সেখানেও খুব বেশি সুযোগ পাননি ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর চলে আসেন মুম্বইয়ে। আর এবার এলেন এটিকে মোহনবাগানে।

এসসি ইস্টবেঙ্গল থেকে বেঙ্গালুরু এফসি-তে সই করলেন সার্থক গলুই। দু’বছরের জন্য সুনীল ছেত্রীদের ক্লাবে খেলবেন তিনি। আইএসএল-এ মোট ৪৯ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে সার্থকের। মুম্বই সিটি এফসি থেকে গত বছরের জানুয়ারি মাসে এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি।

Advertisement

এটিকে মোহনবাগানে সই করলেন বিদ্যানন্দ সিংহ। আইএসএল

এটিকে মোহনবাগান থেকে এডু গার্সিয়াকে সই করিয়ে নিল হায়দরাবাদ এফসি। এডু এটিকে মোহনবাগান ছাড়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল। হায়দরাবাদে যোগ দিতে পারেন এই মিডফিল্ডার। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

হায়দরাবাদ এফসি দলে যোগ দিলেন এডু গার্সিয়া। আইএসএল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement