ATK Mohun Bagan

ATK Mohun Bagan: গোল না খাওয়ার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার নামছে এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগানের ছয় পয়েন্ট। বসুন্ধরার পয়েন্ট চার। তাই ড্র করলেই সেপ্টেম্বরে আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে খেলার ছআড়পত্র পেয়ে যাবে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ২০:৫৬
Share:

অনুশীলনে কৃষ্ণ, কাউকো এবং বুমোস। ফাইল ছবি

যেখানে ড্র করলেই পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে, সেখানে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে না এটিকে মোহনবাগান।

Advertisement

মঙ্গলবার এএফসি কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের সামনে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এটিকে মোহনবাগানের ছয় পয়েন্ট। বসুন্ধরার পয়েন্ট চার। তাই ড্র করলেই সেপ্টেম্বরে আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে খেলার ছআড়পত্র পেয়ে যাবে মোহনবাগান।

সবুজ-মেরুনের স্প্যাানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস সেই কারণেই দলকে বলে দিয়েছেন, গোল যেন না খেতে হয়। জানিয়ে দিলেন, এই ম্যাচে গোল না খাওয়ার লক্ষ্য নিয়েই নামবে তাঁর দল। পাশাপাশি এটাও জানিয়েছেন, পুরোপুরি রক্ষণাত্মক ফুটবলও তাঁরা খেলবেন না।

Advertisement

হাবাসের বক্তব্য, “জানি বসুন্ধরা বাংলাদেশের চ্যাম্পিয়ন। ওদের দলটা খুবই ভাল। তাই ওদের সমীহ করতেই হবে। আমাদের সবার প্রথম লক্ষ্য হবে গোল না খাওয়া। তার মানে অবশ্য এই নয় যে, আমরা আক্রমণে উঠব না। রক্ষণ আর আক্রমণে ভারসাম্য বজায় রেখে আমাদের খেলতে হবে।”

যে ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান, তাতে তাদেরই এগিয়ে রাখা হচ্ছে এই ম্যাচে। হাবাস সেটা মানছেন না। তাঁর মতে, ফুটবলে ফেভারিট বলে কিছু হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement