SC East Bengal

East Bengal: শ্রী সিমেন্ট যদি না থাকে তাহলে দ্বিতীয় পরিকল্পনা তৈরি, দাবি ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল মনে করছে না শ্রী সিমেন্টের সঙ্গে এখনই সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তবে একান্তই যদি শ্রী সিমেন্ট না থাকে, তাদের দ্বিতীয় পরিকল্পনা তৈরি বলে দাবি করছে ক্লাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ২০:১৭
Share:

যেহেতু মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন, তাই এখনও শ্রী সিমেন্টকে নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল ক্লাব। তারা মনে করছে না শ্রী সিমেন্টের সঙ্গে এখনই সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তবে একান্তই যদি শ্রী সিমেন্ট ক্লাবের সঙ্গে আর না থাকে, তাদের দ্বিতীয় পরিকল্পনা তৈরি বলে দাবি করছে ক্লাব।

Advertisement

ইস্টবেঙ্গলের সঙ্গে আর থাকতে না চেয়ে সোমবার শ্রী সিমেন্ট চিঠি পাঠিয়েছে নবান্নে। এই নিয়ে ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘সমর্থকদের আমরা নিরাশ করব না। আমাদের প্ল্যান বি তৈরি আছে। আশা করছি সবটা ঠিক হয়ে যাবে।’’

অবশ্য এখনই শ্রী সিমেন্টের সঙ্গে সব সম্পর্ক শেষ, এমনটা মানতে চাইছেন না ক্লাব কর্তারা। যদি বিচ্ছেদ হয়েই যায় নতুন পরিকল্পনা তৈরি রাখছেন তাঁরা। সেক্ষেত্রে নতুন বিনিয়োগকারী সংস্থা কারা হতে পারে, তা নিয়ে মুখ খুলতে নারাজ ক্লাব কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement