ফের ব্যাটিং বিপর্যয় রুখে দিয়ে ত্রাতা স্মিথই

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩০১ রানে শেষ করে দেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৪৪ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় তাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৬
Share:

দুরন্ত: গুরুত্বপূর্ণ ৮২ রান করে গেলেন স্মিথ। এএফপি

বল বিকৃতি কাণ্ডে নির্বাসনের শাস্তি পাওয়া দুই অস্ট্রেলীয় ক্রিকেটারের কাছে চলতি অ্যাশেজ একেবারে দুই ভিন্ন মেরুর অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে। প্রথম জন স্টিভ স্মিথ। যিনি একাই তিনটি সেঞ্চুরি-সহ এ বারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মুখ হয়ে উঠেছেন। দ্বিতীয় জন, ডেভিড ওয়ার্নার। যিনি সম্ভবত ক্রিকেট জীবনের সব চেয়ে খারাপ একটা সিরিজ খেলছেন।

Advertisement

শনিবারও যে দুই দৃশ্যের কোনও ব্যতিক্রম হল না। ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩০১ রানে শেষ করে দেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৪৪ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় তাদের। এবং, তখনই ত্রাতার ভূমিকায় আবার সেই স্মিথ। ওল্ড ট্র্যাফোর্ডের দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি হল না তাঁর। আউট হলেন ৮২ রান করে। এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ন’টি ইনিংসের পঞ্চাশের উপরে রান করলেন স্মিথ। যা অ্যাশেজের ইতিহাসে এর আগে হয়নি। চলতি সিরিজে ৬৭১ রান হয়ে গেল স্মিথের, গড় ১৩৪। স্মিথের দাপটে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৮৬ রান তুলে ডিক্লেয়ার দিয়ে দেয়। যার ফলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল ৩৮৩। কিন্তু শুরুতেই ধাক্কা খেল জো রুটের দল। দিনের শেষে তাদের স্কোর ১৮-২।

অস্ট্রেলীয় ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান ওয়ার্নার, ছয় বল খেলে শূন্য রান করে। সিরিজে ষষ্ঠ বার তাঁকে আউট করেন স্টুয়ার্ট ব্রড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement