Cricket

করোনার প্রভাব: পিচ পরিবর্তন চান কুম্বলে

একটি ওয়েব সেমিনারে কুম্বলে বলেছেন, ‘‘ক্রিকেটে পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পিচের চরিত্র বদল করে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনা যায়।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৪:৪৯
Share:

অনিল কুম্বলে।—ফাইল চিত্র।

তাঁর আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে, থুতু ব্যবহার করে বল পালিশ করা যাবে না। এর পরে ঝড় উঠেছে ক্রিকেট মহলে। ক্রিকেটারদের একটা বড় অংশ মনে করছে, এর ফলে বল সুইং করাতে সমস্যায় পড়বেন পেসাররা। বিলুপ্ত হতে পারে রিভার্স সুইংও।

Advertisement

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, এই সমস্যার সমাধান হতে পারে ক্রিকেট পিচের চরিত্র কিছুটা বদলে ফেলে। বুধবার একটি ওয়েব সেমিনারে কুম্বলে বলেছেন, ‘‘ক্রিকেটে পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পিচের চরিত্র বদল করে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনা যায়।’’

মনে করা হচ্ছে, থুতু ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা পেসারদের সব চেয়ে বেশি ভোগাবে টেস্ট ক্রিকেটে। তাই কুম্বলের পরামর্শ, ‘‘পিচে একটু বেশি ঘাস রাখাই যেতে পারে। সে ক্ষেত্রে পেসারেরা সাহায্য পাবে।’’ পাশাপাশি কুম্বলে এও মনে করেন, টেস্টে এর পর থেকে স্পিনারদের গুরুত্ব আরও বেড়ে যাবে। কুম্বলের পরামর্শ, ‘‘টেস্টে দু’জন করে স্পিনার খেলাক না দলগুলো। ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে বল পালিশ করার ব্যাপারটা অত গুরুত্ব পায় না। টেস্টে পায়। সেখানে বাড়তি স্পিনার খেলানো যেতেই পারে।’’ কেউ, কেউ চেয়েছিলেন থুতুর বদলে কৃত্রিম কোনও পদার্থ দিয়ে বল পালিশ করা হোক। অস্ট্রেলিয়ার একটি সংস্থা মোম জাতীয় পদার্থ তৈরি করতে নেমেও পড়েছিল। কিন্তু কুম্বলে বলছেন, ‘‘বলের উপর কোনও কৃত্রিম পদার্থের ব্যবহারের উপরে এত দিন ধরে কড়া নিষেধাজ্ঞা আছে। আমরা চাইনি, সেই নিষেধাজ্ঞা শিথিল করতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement