কুম্বলের সঙ্গে খেলার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করেন ভাজ্জি। —ফাইল চিত্র।
অনিল কুম্বলেকে ‘সেরা ম্যাচ উইনার’ বললেন হরভজন সিংহ। কিংবদন্তি লেগ স্পিনারের মতো এত বড় মাপের কোনও ক্রিকেটার দেশের হয়ে খেলেননি বলেও দাবি করেছেন ভাজ্জি।
কথায় বলে, ব্যাটসম্যান যত রানই করুন না কেন, টেস্ট ক্রিকেটে উইকেট না তুললে ম্যাচ জেতা সম্ভব নয় কোনও দলের পক্ষে। কুম্বলে টেস্ট ক্রিকেটে নাগাড়ে বল করে উইকেট নিয়ে গিয়েছেন। সমালোচকরা বলেছেন, কুম্বলে বল ঘোরাতে পারেন না।
ভাজ্জি নিন্দুকদের উড়িয়ে দিয়ে বলছেন, ‘‘দেশের সেরা ম্যাচ উইনার অনিল ভাই। ওঁর মতো ক্রিকেটার আসেনি ভারতে। সবাই বলতেন, অনিলভাই বল ঘোরাতে পারেন না। কিন্তু ও দেখিয়ে দিয়েছে, বুকের খাঁচা বড় হলে যে কোনও ব্যাটসম্যানকেই আউট করা যায়। সে বল ঘুরুক আর নাই ঘুরুক।’’
আরও পড়ুন: মাঠে স্লেজিং করেন মেনে নিলেও বিরাটের প্রশংসায় স্মিথ
২০০১ সালের ঐতিহাসিক ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কুম্বলের জায়গায় খেলেছিলেন হরভজন। সেই সিরিজ ভাজ্জির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ইডেনের ২২ গজে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি হরভজনকে। তিনি বলছেন, ‘‘অনিলভাই যেমন লড়াকু, তার অর্ধেকও যদি কেউ পায়, তা হলে সে চ্যাম্পিয়ন হবেই। ওর সঙ্গে দীর্ঘ দিন খেলার জন্য আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করি।’’