Alexander Zverev

Alexander Zverev: গোড়ালিতে অস্ত্রোপচার, কোর্টে ফেরার দিন নিয়ে অনিশ্চিত জেরেভ

টেনিসজীবনে ক্রমতালিকার সেরা জায়গায় পৌঁছবেন আগামী সপ্তাহে। তার আগেই অস্ত্রোপচার হল জেরেভের। কবে থেকে আবার অনুশীলন করতে পারবেন তা অনিশ্চিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১৫:৫৩
Share:

জেরেভের চোট পাওয়ার সেই মুহূর্ত। ফাইল ছবি।

ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলার সময় ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান। সেই চোট সারাতে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হল আলেকজান্ডার জেরেভকে। বুধবার সকালেই জেরেভের ডান গোড়ালিতে অস্ত্রোপচার হল জার্মানির একটি হাসপাতালে।

Advertisement

অস্ত্রোপচারের আগে ভক্তদের বার্তা দিয়েছেন জেরেভ। দিয়েছেন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের ছবিও। পায়ে যন্ত্রণা। মুখের হালকা হাসিও ঢাকতে পারেনি তাঁর কষ্ট। হাসপাতালের বিছানায় শুয়েও প্রত্যয়ী জেরেভ।

কবে ফিরবেন কোর্টে? অনিশ্চিত জেরেভ। বিশ্বের তিন নম্বর টেনিস খেলোয়াড় জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব প্রতিযোগিতায় ফেরার চেষ্টা করব। তার আগে লিগামেন্ট সম্পূর্ণ ঠিক হওয়া দরকার। গোড়ালির স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত খেলা কঠিন। অস্ত্রোপচারই সুস্থ হওয়ার সেরা উপায়।’

Advertisement

নেটমাধ্যমে আবেগঘন পোস্টে জেরেভ লিখেছেন, ‘আমাদের সকলের জীবনের একটা যাত্রা রয়েছে। আমারও রয়েছে। আগামী সপ্তাহে বিশ্ব ক্রমতালিকায় জীবনের সেরা জায়গা দুইয়ে পৌঁছব। তার আগেই আমাকে অস্ত্রোপচারের টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। জার্মানি ফিরে আরও পরীক্ষা হয়েছে। আমার ডান গোড়ালির সব লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।’

কঠিন সময়ে যাঁরা পাশে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন জেরেভ। লিখেছেন, ‘এখনও বহু মানুষের বার্তা পাচ্ছি। কঠিন সময়ে যাঁরা পাশে রয়েছেন, তাঁদের আরও এক বার ধন্যবাদ জানাচ্ছি।’

ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন ২৫ বছরের জেরেভ। সেই ম্যাচেই দ্বিতীয় সেটের টাইব্রেকের সময় বিপত্তি ঘটে। ডান গোড়ালিতে গুরুতর চোট পেয়ে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। যন্ত্রণায় কেঁদে ফেলেন জেরেভ। তখনই বোঝা গিয়েছিল চোট গুরুতর। গোড়ালির দু’টি লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে জেরেভের। প্যারিসে প্রাথমিক চিকিৎসার পর জার্মানি ফেরেন। ভর্তি হন হাসপাতালে। নানা পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। সেই অস্ত্রোপচার হল বুধবার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement