ভারত-ইংল্যান্ড সিরিজ হবে দেশের মাটিতেই। ছবি-রয়টার্স।
আগামী বছর ভারত সফরে আসছে ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার জানিয়ে দিলেন, ভারত ও ইংল্যান্ডের পিঙ্ক বল টেস্ট ম্যাচ হবে আমদাবাদে।
সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে আইপিএল। ভারতীয় বোর্ড ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছে। সেই চুক্তির ফলে ভারতের ম্যাচ হতে পারে সেখানেও। অনেকেই ধরে নিয়েছিলেন ভারত-ইংল্যান্ডের (জানুয়ারি-মার্চ) দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে মরুশহরে।
কিন্তু সৌরভ দেশের মাটিতেই জৈব সুরক্ষা বলয় তৈরি করে সেই সিরিজ করতে চান। আমদাবাদ, ধর্মশালা ও কলকাতা হতে পারে টেস্ট ম্যাচের কেন্দ্র। তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সৌরভ এ দিন বলেন, ‘‘বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হাতে এখনও চার মাস সময় রয়েছে।’ ’
আরও পড়ুন: আইএসএল: ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল
ইংল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। এ বারের আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বিরাট কোহালিরা। সেই সিরিজের জন্য দল নির্বাচন হবে কয়েকদিনের মধ্যেই। সেই সিরিজের দিকে তাকিয়ে বোর্ডও।