Armand Duplantis

ডায়মন্ড লিগে ফের বিশ্বরেকর্ড ডুপ্লান্টিসের

চলতি বছরে তৃতীয় বার নিজের রেকর্ড ভাঙলেন সুইডেনের পোল ভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। খেলোয়াড় জীবনে মোট ১০ বার বিশ্বরেকর্ড ভেঙেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ০৫:৫৮
Share:

নজির: ৬.২৬ মিটার লাফিয়ে নতুন কীর্তি ডুপ্লান্টিসের। ছবি: রয়টার্স।

অলিম্পিক্সের পরে আবারও নিজের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন সুইডেনের পোল ভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। দ্বিতীয় প্রচেষ্টাতেই ৬.২৬ মিটার পৌঁছে যান কিংবদন্তি পোল ভল্টার।

Advertisement

চলতি বছরে তৃতীয় বার নিজের রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস। খেলোয়াড় জীবনে মোট ১০ বার বিশ্বরেকর্ড ভেঙেছেন। মাত্র ২৪ বছর বয়সে সাইলেসিয়ার ডায়মন্ড লিগে আবারও বিশ্বরেকর্ড গড়ে দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন তিনি।

ডুপ্লান্টিস বলেন, ‘‘অসাধারণ লাগছে। আশা করিনি আবারও বিশ্বরেকর্ড গড়ব।’’ যোগ করেন, ‘‘অলিম্পিক্সের পরে এই প্রতিযোগিতায় নামব কি না ঠিক ছিল না। ভেবেছিলাম বিশ্রামে থেকে ছুটি কাটাব। কিন্তু পরিবারের সকলে বলেন, ডায়মন্ড লিগে নামতে। আরও একটি পদক পেয়ে খুশি।’’

Advertisement

ডুপ্লান্টিস বিশ্বরেকর্ড গড়ার পরে স্টেডিয়ামের সকলে দাঁড়িয়ে অভ্যর্থনা দেন। তিনি বলেন, ‘‘বিশ্বের যে কোনও প্রান্তে গেলেই ভালবাসা পাই। সাইলেসিয়া স্টেডিয়ামও আপন করে নিল। দ্বিতীয় পোল ভল্টের আগে সকলে উৎসাহ দিচ্ছিলেন।’’

অলিম্পিক্সে রেকর্ড গড়ে বান্ধবীর দিকে ছুটে গিয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়ায়। ডুপ্লান্টিস বলেছেন, ‘‘আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আসলে আমাকে সব সময় উদ্বুদ্ধ করে ও। সফল হলে প্রথম ওর কথাই মনে পড়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement